সাম্প্রতিক জানা প্রমিত বানান: সাধারণ শব্দ অসাধারণ ভুল

ড. মোহাম্মদ আমীন

সাম্প্রতিক জানা প্রমিত বানান: সাধারণ শব্দ অসাধারণ ভুল

সংযোগ: https://draminbd.com/সাম্প্রতিক-জানা-প্রমিত-ব/

সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

বাংলা  একাডেমি আসলে কোনো বানান পরিবর্তন করেনি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের প্রণীত বিধিমালা অনুসরণ করছে মাত্র। বাংলা একাডেমি-সহ যথাযথ কর্তৃৃপক্ষের উপযুক্ত প্রচার না-থাকায় দীর্ঘকাল যাবত অনেকগুলো শব্দের ভুল বানান শুদ্ধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।সম্প্রতি শুবাচের কারণে তা অনেকের দৃষ্টিতে আসে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সর্বশেষ বানান অনুযায়ী সংকলিত হয়েছে  ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র। তা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো:

ভুল                  শুদ্ধ

কাংখা          আকাঙ্ক্ষা

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

 

ভুল                 শুদ্ধ

দৈন্যতা            দৈন্য/ দীনতা
দারিদ্রতা          দারিদ্র্য/ দরিদ্রতা

কার্পণ্যতা       কার্পণ্য/ কৃপণতা
শিহরণ           শিহরন
সনাক্ত           শনাক্ত

 

 

ভুল          শুদ্ধ

কৃচ্ছ্রতা কৃচ্ছ্র
উৎকর্ষতাউৎকর্ষ
সখ্যতাসখ্য
লজ্জাষ্কর লজ্জাকর

দূর্গাদুর্গা
ধুমপানধূমপান
নূন্যতম ন্যূনতম
স্ববান্ধবসবান্ধব
ইংরেজী ইংরেজি

জানুয়ারী    জানুয়ারি
ফেব্রুয়ারী   ফেব্রুয়ারি
স্বরণী সরণি
মূহুর্ত মুহূর্ত

মুমুর্ষ  মুমূর্ষু
স্বার্থক সার্থক
মুখস্ত  মুখস্থ

প্রতিযোগীতাপ্রতিযোগিতা
বিদ্যুতবিদ্যুৎ
দেশাত্ববোধক দেশাত্মবোধক

নিন্ম     নিম্ন
বাংগালীবাঙালি
সামঞ্জস্যতা সামঞ্জস্য
সাথীসাথি
নিন্ম   নিম্ন
বাংগালী বাঙালি
সামঞ্জস্যতাসামঞ্জস্য
ইত্যকার  ইত্যাকার।
সৌখিন শৌখিন
চৌকষ   চৌকশ
ক্ষুধামন্দক্ষুধামান্দ্য 
সৌকর্ষ সৌকর্য 
আপোস        আপস
বৈ কি          বই কি
দর্জি             দরজি
পেত্নী            পেতনি
পরিস্কার       পরিষ্কার
অংশীদারিত্ব         অংশিদারত্ব
ফর্মুলা                 ফরমুলা
রাণী                   রানি
পন্ডিত               পণ্ডিত
ঠেলা                  ঠ্যালা
 দর্জি          দরজি।
 কৈ           কই (মাছবিশেষ) 
বৌ            বউ
শ্লোগান      স্লোগান
পাদ্রী          পাদরি
অডিও          অডিয়ো
ভিডিও         ভিডিয়ো
রেডিও         রেডিয়ো
গরু             গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
প্রবাহমান     প্রবহমান
ব্যাং            গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
উত্যক্ত        উত্ত্যক্ত (উৎ+ √ত্যজ্‌+ত)
অন্তস্থল       অন্তস্তল (অন্ত+তল)
খেলোয়ার      খেলোয়াড়

তরী                তরি
রজনী              রজনি
অনুষ্ঠিতব্য       অনুষ্ঠাতব্য
মহামারী           মহামারি
বিবাদমান        বিবদমান

উছিলা             ওসিলা
অহর্নিশি          অহর্নিশ
ক্ষুধামন্দা         ক্ষুধামান্দ্য
বিচারিক        বৈচারিক (বিচার+ইক)
পীর               পির (অনুরূপ: নবি, শহিদ,  মৌলবি, কাজি)
———————————
আরও কিছু শুদ্ধ ও সংগততর বানান
অঙ্ক, উদ্‌বোধন, উদ্‌বেগ।
ইদ (সংগততর বানান, তবে বহুল প্রচলিত ঈদ)।
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

গো (Cow); যেমন: গোসম্পদ, গোশালা, গোবর, গোরূপ, গোয়ালা।

ইগল (কারণ এটি ইংরেজি শব্দ)। ঈগল লিখবেন না, বিদেশি শব্দে ঈ-কার বিধেয় নয়।
ইতোমধ্যে, ইতঃপূর্বে।
উল্লিখিত, উপর্যুক্ত।  
এতদ্দ্বারা (এতদ্‌+দ্বারা); এতদ্বারা একটি হাস্যকর শব্দ।
ওসিলা।
ভিডিয়ো, অডিয়ো, রেডিয়ো
গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
রানি (অতৎসম শব্দে ণত্ববিধি কার্যকর হয় না)।
ঘুস (অতৎসম শব্দ। তাই ষ হবে না)।
সাথি [(সঙ্গী, সহচর) এটি বাংলা শব্দ। তাই ঈ-কার নেই।]
ফরসা, ফারসি, ফরাসি।
পটোল (সবজি অর্থে)।
পির (বিদেশি শব্দ, তাই ই-কার।)
ব্যাং (বিভক্তিহীন দুই অক্ষরের শব্দে সাধারণ অনুস্বার হয়।)
বিদায়ি; সবজি, তদবির।
পাদরি (এটি বিদেশি শব্দ। তাই ঈ-কার হবে না।)
ইতঃ + পূর্বে = ইতপূর্বে/ ইতঃপূর্বে
স-জাত বিসর্গযুক্ত অ-কারের পর |ক| ও |প| বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ কিংবা শ/ষ/স থাকলে সন্ধির পর বিসর্গযুক্ত অ-কার অপরিবর্তিত থাকে [ইতঃ+পূর্বে=ইতপূর্বে / ইতঃপূর্বে]। কিন্তু বিসর্গযুক্ত অ-কারের পর |ক| ও |প| বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ কিংবা য/র/ল/হ থাকলে সন্ধির ফলে /অঃ/ স্থানে /ও/ হয় [ইতঃ+মধ্যে=ইতোমধ্যে]।
——————–
Total Page Visits: 883 - Today Page Visits: 1

1 thought on “সাম্প্রতিক জানা প্রমিত বানান: সাধারণ শব্দ অসাধারণ ভুল”

  1. I’m really enjoying the design and layout of your site. It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here and visit more often. Did you hire out a developer to create your theme? Superb work!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!