ড. মোহাম্মদ আমীন
‘সুধি’ ও ‘সুধী’ দুটি প্রায় অভিন্ন উচ্চারণের দুটি ভিন্ন অর্থ-জ্ঞাপক শব্দ। ‘সুধি’ বাংলা শব্দ এবং ‘সুধী’ তৎসম শব্দ। ‘সুধি’ শব্দের আভিধানিক অর্থ বোধ, চেতনা, চৈতন্য, হুঁশ, স্মৃতি, অনুভব, শুভবুদ্ধি, সহজ-সরল, স্মরণশক্তি, অনুধাবন প্রভৃতি। অন্যদিকে ‘সুধী’ শব্দের অর্থ মান্যবর, বিচক্ষণ, বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত, উত্তম ইত্যাদি। অতএব আমন্ত্রণপত্রে যে অর্থ-প্রকাশে ‘সুধি’ লেখা হয় তা ভুল। আমন্ত্রণপত্রে সম্বোধন-জ্ঞাপক শব্দ হিসাবে ‘সুধী’ লিখুন, ‘সুধি’ নয়।
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :
মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য
হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য
পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ
ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল
তৈরি তৈরী দুঃসংবাদ