সম বিষম ও সুষম এবং পুরস্কার ও পরিষ্কার
ড. মোহাম্মদ আমীন
সেবা, কিন্তু পরিষেবা, কেন? কেন ভুল হয় পরিসেবা লিখলে?

সন্ধিবদ্ধ পদের পরপদের বানানে কোথাও ‘দন্ত্য-স’ আবার কোথাও ‘মূর্ধন্য-ষ’ দেখা যায়। এর কারণ হলো— উপসর্গ। একই শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যুক্ত হওয়ায় বানানে কোথাও ‘দন্ত্য-স’ এবং কোথাও ‘মূর্ধন্য-ষ’ ব্যবহৃত হয়। যেমন : অসহ, কিন্ত বিষহ ও দুর্বিষহ। নমস্কার পুরস্কার, কিন্তু পরিষ্কার; মনস্কাম যশস্কাম, কিন্তু নিষ্কাম ও আয়ুষ্কাম। আসন্ন কিন্তু বিষণ্ন; মনস্ক তবে, জ্যোতিষ্ক প্রভৃতি।
এই বানান ভিন্নতার কারণ কী? কারণ আছে এবং তা সহজে মনে রাখার মতো। ‘সম’ শব্দের পূর্বে বি, সু প্রভৃতি উপসর্গ থাকলে ‘দন্ত্য-স’ বর্ণটি ‘মূর্ধন্য-ষ’ হয়ে যায়। এজন্য ‘সুষম’, ‘বিষম’, কিন্তু অসম; ‘সেবা’, কিন্তু ‘পরিষেবা’। ‘ব্যাকরণ কৌমুদী’ গ্রন্থে এরকম আরও কয়েকটি নিয়ম আছে। এই নিয়মগুলো জানতে হলে ষত্ববিধান ও ব্যঞ্জনসন্ধির সূত্রগুলো জানা আবশ্যক। তবে সাধারণ পাঠকদের জন্য একটি সরল সূত্র উপস্থাপন করা হলো। বলতে পারেন এটি নিমোনিক। এ নিমোনিকটি মনে থাকলে এমন শব্দসমূহের বানানে ভুল হবে না। যেমন : অ এবং আ বর্ণের পরে দন্ত্য-স হবে। অন্যদিকে, ই এবং উ বর্ণের পরে ‘মূর্ধন্য-ষ’ হবে। ওপরের উদাহরণগুলো খেয়াল করলে এটি বোঝা যাবে।
বিসর্গের কেরামতি: ‘দুঃসহ’ শব্দের বিসর্গের আগে উ-কার থাকা সত্ত্বেও ‘মূর্ধন্য-ষ’ না হয়ে ‘দন্ত্য-স’ হয়েছে কেন?। কারণ এই শব্দে বিসর্গ বজায় আছে।বানানে বিসর্গ বজায় থাকলে বর্ণিত নিয়ম প্রযোজ্য হবে না।
——————————————————————————————————————————————-
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।