স্ত্রী স্ত্রৈণ: বিশেষ্য সংস্কৃতে ‘স্ত্রী’ অর্থ শুধু জায়া পত্নী নয়; নারীও। বিশেষণ সংস্কৃতে শব্দটির অর্থ— নারীজাতীয়।পত্নীকে বলা হয় স্ত্রী। তার মানে স্ত্রীশিক্ষা অর্থ পত্নীশিক্ষা নয়, নারীশিক্ষা। ‘নারী’ মানে স্ত্রী হলেও সব নারী স্ত্রী নয়। ‘নারী’ হতে হলে কারও ‘স্ত্রী’ হওয়া অনিবার্য নয়। কারও স্ত্রী না হয়েও ‘নারী’ হওয়া যায়। অনুরূপ, স্ত্রীজাতি মানে ‘পত্নীজাতি’ নয়, নারীজাতি। নারীতে মা-কন্যা-বোন সবাই অন্তর্ভুক্ত। তাই স্ত্রী অর্থ শুধু পত্নী নয়, নারী; মা বোন কন্যা শালি সব মহিলাই নারী। আবার স্ত্রী-যুক্ত সব শব্দ কিন্তু স্ত্রী নয়। এরা পুরুষও হতে পারে। যেমন: স্ত্রীবশ্য ও স্ত্রৈণ (স্ত্রী+ন)। শব্দদুটো পুংলিঙ্গবাচক। কোনো স্ত্রী, স্ত্রীবৈশ্য ও স্ত্রৈণ হতে পারে না। এ দুটো পুরুষকেই হতে হয়।
স্থল স্থান: বিশেষ্য সংস্কৃতে ‘স্থল’ অর্থ ভূমি, স্থান (বাসস্থল), ডাঙা (স্থলচর, স্থলভাগ), পাত্র, আধার, আশ্রয়, পরিবর্ত (স্থলাভিষিক্ত) প্রভৃতি। কোনো শব্দের প্রারম্ভে ‘স্থল-’ থাকলে ওই শব্দ উপর্যুক্ত যে-কেনো এক বা একাধিক অর্থ মূর্ত করতে পারে। যেমন: স্থলকমল, স্থলচর, স্থলপথ, স্থলপদ্ম, স্থলবাণিজ্য, স্থলভাগ, স্থলাভিষিক্ত, স্থলী প্রভৃতি। বিশেষ্য সংষ্কৃতে ‘স্থান’ অর্থ অঞ্চল, প্রদেশ, জায়গা, আশ্রয়, আধার, আবাস, সমীপ, পরিবর্ত, বদল, পীঠ প্রভৃতি। যেসব শব্দের প্রারম্ভে ‘স্থান-’ আছে সেসব শব্দ এসব এক বা একাধিক অর্থ দ্যোতিত করে। যেমন: স্থানচ্যুত, স্থানপরিবর্তন, স্থানভ্রষ্ট, স্থানাঙ্ক, স্থানান্তর, স্থানান্তরিত, স্থানাপন্ন, স্থানাভাব, স্থানিক, স্থানী, স্থানীয়, স্থানে স্থানে প্রভৃতি।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা