ড. মোহাম্মদ আমীন
স্পরাডিক (Sporadic) এনডেমিক (Endemic) এপিডেমিক (Epidemic) ও প্যানডেমিক (Pandemic)
স্পরাডিক (Sporadic) বিক্ষিপ্তমারি: গ্রিক Sproraden থেকে Sporadic শব্দের উদ্ভব। Sproraden অর্থ যত্রতত্র বা এখানে-সেখানে, বিক্ষিপ্তভাবে, মাঝেমাঝে, সময়ে-সময়ে, অনির্ধারিত, যখন-তখন প্রভৃতি। ইংরেজিতে Sporadic কথাটি মূলত মাঝে মাঝে, অনিয়মিত, বিক্ষিপ্ততা, বিচ্ছিন্নতা প্রভৃতি অর্থে অধিক ব্যবহৃত হয়। তবে শব্দটির বর্তমান অর্থ উৎসর্থ হতে ভিন্নতা দিয়ে প্রয়োগ করা হচ্ছে। এখন সাধারণভাবে শব্দটি দ্বারা একটি রোগের বিস্তারের প্রকৃতি ও অবস্থা নির্দেশ করা হয়। কোনো রোগ যখন কোনো এলাকায় বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে মাঝেমাঝে ছড়িয়ে পড়ে তখন তাকে স্পরাডিক বলা হয়। গ্রিক Sproraden ইংরেজিতে এসে আংশিক পরিবর্তন হয়ে Sporadic নামে স্থিত হয়েছে। Sporadic শব্দের বাংলা হতে পারে বিক্ষিপ্তমারি।
এনডেমিক (Endemic) স্থানীয়মারী: গ্রিক উপসর্গ En- এর সঙ্গে ‘-demic’ যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে। En- অর্থ স্থানীয়, অভ্যন্তরস্থ, ভেতর, অন্তর্ভূত, সীমাবদ্ধ প্রভৃতি। গ্রিক Demos থেকে উদ্ভূত Demic অর্থ জন, মানুষ বা গণ। Demic শব্দের সঙ্গে En- উপসর্গ হয়ে Endemic শব্দটি গঠিত। এর শাব্দিক অর্থ হতে পারে স্থানীয় জনগণ, জনগোষ্ঠীভুক্ত, জগোষ্ঠীর মধ্যে, স্থানীয় জনগণের মধ্যে সীমাবদ্ধ, দখলীয় জনগণ প্রভৃতি। যখন কোনো রোগ কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে লম্বা সময় ধরে বিদ্যমান থেকে অনেকটা নিত্যতার মতো হয়ে জনগণকে আক্রান্ত করে যায়, তখন তাকে এনডেমিক(Endemic) বলা হয়। বাংলায় Endemic-এর প্রতিশব্দ হতে পারে স্থানীয়মারি বলা যায়।
এপিডেমিক (Epidemic) মহামারি মড়ক: যখন একটি রোগ একটি দেশের বিশাল এলাকায় বা কোনো দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তখন তাকে এপিডেমিক বলা হয়। বাংলায় যাকে বলা হয় মহামারি বা মড়ক। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত মহমারি অর্থ কলেরা, প্লেগ প্রভৃতি সংক্রামক রোগে ব্যাপক লোকক্ষয়, মড়ক। গ্রিক Epi উপসর্গের সঙ্গে demic যুক্ত হয়ে শব্দটি গঠিত। Epi অর্থ বিস্তরন, আপতন, উপদ্রুত, প্রভাবিত, ওপর, গ্রাসিত, দখলকৃত প্রভৃতি এবং demic অর্থ জন, গণ, মানুষ, লোকজন প্রভৃতি। সে হিসেবে এপিডেমিক শব্দের অর্থ জনগণের ওপর আপতিত, জনগণের ওপর বিস্তৃত, জনগোষ্ঠীর ওপর উপদ্রুত, জনগণকে উপদ্রুত করে এমন। Epidemic বাংলা নাম ইতোমধ্যে রাখা হয়ে গেছে। নতুনভাবে আর প্রয়োজন নেই।
প্যানডেমিক (Pandemic) সর্বমারি: এটাকে বলা যায় মহামারির বিশ্বায়ন। মহামারি (Epidemic) যখন এলাকা বা দেশের গণ্ডি ছড়িয়ে বাইরেও একাধিক দেশ মহাদেশ বা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে, তখন ওই রোগটিকে প্যানডেমিক বলা হয়। গ্রিক Pan-এর সঙ্গে Demos থেকে উদ্ভূত Demic মিলিত হয়ে গঠন করেছে Pandemic। Pan অর্থ বিশ্ব, সর্ব এবং Demos ও Demic অর্থ জনগণ। যে মহামারি বিশ্বের সবাইকে আক্রান্ত করে কিংবা সবাই যার প্রতিক্রিয়ার সম্পৃক্ত হয়ে পড়ে কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হয়, তখন তাকে প্যানডেমিক বলা হয়। বাংলায় শব্দটিকে বলা যায় সর্বমারি, শুবাচি খুরশেদ আহমেদের ভাষায় বিশ্বমারি। এটি বিশ্বমারি হবে না। বিশ্ব মানে পৃথিবী। এ রোগ বিশ্বকে মারে না, বরং বিশ্বকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্বের সর্বমানুষকে মারে।
প্যানডেমিক তথ্য: যে রোগের জন্য বিশ্বব্যপী সব মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে সর্বমারি বলা হয়। ২০২০ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোভিড ২০১৯-কে প্যানডেমিক ঘোষণা করে। এমন রোগের ইতিহাস পৃথিবীতে কম নয়। ইতিহাসে লিপিবদ্ধ তালিকায় প্রথম যে প্যানডেমিকের কথা তথ্যসহকারে উল্লেখ আছে তা হলো এথেন্স প্লেগ। খ্রিষ্টপূর্ব ৪৩০-৪২৬ পর্যন্ত এই রোগ একচতুর্থাংশে এথেনিয়ান সেনা এবং চার বছরের মধ্যে একচতুর্থাংশ লোকের মৃত্যু ঘটায়। এ বিষয়ে বাকি অংশ জানার জন্য ক্লিক করতে পারেন এখানে।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক