হত্যা খুন আত্মহত্যা
ড. মোহাম্মদ আমীন
হত্যা, হত, খুন, মৃত্যু প্রভৃতি শব্দের মূল অর্থ অভিন্ন হলেও প্রায়োগিক ভঙ্গির মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায়। ‘হত্যা’ তৎসম, কিন্তু ‘খুন’ ফারসি শব্দ। উভয়ের অর্থ অভিন্ন হলেও ব্যবহারগত ভিন্নতা দেখা যায়। হত্যার সঙ্গে হত্যাকারী বা খুনির সম্পর্ক অনিবার্য। যিনি খুন করেন তিনি হত্যাকারী। তাই হত্যাকারী ছাড়া হত্যা হয় না। হত্যার আর একটি বৈশিষ্ট্য হলো এর সঙ্গে ঘটনা বা কার্যের তাৎক্ষণিকতা জড়িত। যেমন ডাকাতের গুলিতে পুলিশ নিহত বা ডাকাতের গুলিতে পুলিশ হত। বাক্যটি দ্বারা বোঝায় পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিল। যদি হাসপাতালে নেওয়ার পর মারা যেত তাহলে “ডাকাতের গুলীতে পুলিশ নিহত/হত” লেখা হতো না।
প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় কোনো লোক মারা গেলে ‘হত্যা বা নিহত’ লেখা হয়। কারণ, এখানে মৃত্যুর কারণের সঙ্গে তাৎক্ষণিকতা জড়িত। যেমন: বজ্রপাতে পাঁচ জন লোক হত; অথবা বজ্রপাতে পাঁচ জন লোক নিহত হয়েছে। কেউ যদি নিজেকে হত্যা করে সেটি হবে আত্মহত্যা। তবে অন্য কোনো ব্যক্তি যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বা অন্য কোনোভাবে মেরে ফেলে সেটি হবে হত্যা বা খুন।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন