হাইফেন ও প্রমিত বানান

ড. মোহাম্মদ আমীন
যে-ই : যে কোনো ব্যক্তি (সর্বনাম)।
যে-কেউ : যে-কেহ (সর্বনাম)।
যে-কে-সেই : পূর্ববর্তী অবস্থা (বিশেষ্যে), পূর্বের মতো (বিশেষণে)।
যে-কেহ : যে কোনো ব্যক্তি (সর্বনাম) ।
যে-কোনো : অনির্দিষ্ট কিছু (বিশেষ্য)।
যে- কোনোটা : অনির্দিষ্ট কোনো একটি (বিশেষ্য)।
 
যে-কোনোরকম : বিশেষ কোনো ধরনের নয় এমন, নির্বিশেষ (বিশেষণ)।
যে-কোনোরকমে : যে কোনো উপায়ে (ক্রিয়াবিশেষণে)।
যেখানে-সেখানে : স্থান বিচার না করে, যত্রতত্র, সর্বত্র (ক্রিয়াবিশেষণে)।
যেমন-তেমন : যে কোনো প্রকার, সাধারণ (বিশেষণ)।
যে-সে : যে-কোনো ব্যক্তি, সাধারণ বা নগণ্য কোনো ব্যক্তি, প্রত্যেকে (সর্বনাম)।
Total Page Visits: 262 - Today Page Visits: 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!