হায়রে আমার বাংলা মা
ড. মোহাম্মদ আমীন
“পৃথিবীর কঠিনতম ভাষা কী জানেন? – ‘বাংলা’। কারণ এই ভাষার ব্যাকরণ অন্যান্য ভাষার ব্যাকরণের চেয়ে কঠিন।”— জনাব Nazim Khan নামের এক শুবাচির অবিকল যযাতি ।
নাজিম খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর ফেসবুক দেওয়ালে গিয়ে দেখলাম বেশ আকর্ষণীয়— বোদ্ধাময় লেখা, পরিষ্কার চিন্তা এবং পাণ্ডিতিক ধারণা। এমন একজন শিক্ষিত বাংলাভাষী যদি মাতৃভাষা নিয়ে এমন বিরূপ ধারণা পোষণ করতে পারেন, তাহলে বুঝতে আর বাকি থাকে না আমরা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং আত্মমর্যাদাবোধে কত অনুর্বর। আমি জানি না, তিনি পৃথিবীর কয়টি ভাষার ব্যাকরণ পড়েছেন।
ভুল হতে পারে, কঠিনও মনে হতে পারে— তাই বলে মাতৃভাষা নিয়ে এমন অবজ্ঞা! আসলে, বাঙালির মতো এমন আত্মমর্যাদাহীন জাতি পৃথিবীতে আর নেই। তাই ষোড়শ শতকের কবি আবদুল হাকিমের উচ্চকিত ক্ষোভ —
“যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,
সে সব কাহার জন্ম নির্নয় ন জানি।
দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়,
নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়?
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি,
দেশি ভাষা উপদেশ মনে হিত অতি।”