হ্যালো এলো কী করে জানেন?

‘হ্যালো’ এলো কি করে জানেন? এ নিয়ে নানা মতবাদ ও মতভেদ রয়েছে। শুবাচে, শুবাচি জনাব নাবিল আব্দুল্লাহ,  সৈয়দ শামসুল হকের (কথা সামান্যই) উদ্ধৃতি দিয়ে লিখেছেন :  তবে আগে জেনে নিই তার কিছু বৈশিষ্ট্য। এরপরেই না-হয় বলি! হ্যালোর ওপরে নির্ঝঞ্ঝাট নিরাপদ ডাক আর দুটি নেই। সাহেবকেও হ্যালো। খিদমতগারকেও হ্যালো। বেগম সাহেবাকেও হ্যালো। ছোটোবড়ো সবাইকে হ্যালো। ফোন তুলে ওপারে তিনি যেই হোন, জেনারেল কি পিয়ন, কবি কী বাবুর্চি, হ্যালো! বিশ্বের সকল দেশে সকল ভাষায় যদি একটি মাত্র শব্দ বিনা অনুবাদে সবার ঠোঁটে, তবে সেটি ‘হ্যালো’! এটি এলো কী করে? ইহুদিদের মধ্যে সেই প্রাচীনকাল থেকে একটি কথা আছে- হালেলুইজা। উচ্চারণ ভেদে- হালেলুইয়া, আলেলুইয়া। হিব্রু ভাষায় হালেলু মানে, প্রশংসা করি, জোহোভা মানে, ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করছি। অনেকটা আলহামদুলিল্লাহর মতো। ইহুদিদের এই হালেলুইয়া-ই শতাব্দীর পর শতাব্দী উচ্চারণে উচ্চারণে ‘হ্যালো’ হয়ে গেছে।

শুবাচি এমডি মাহবুবুর রহমান লিখেছেন:  টেলিফোনের সাথে সম্পর্কিত একমাত্র ‘হ্যালো’ সম্বোধনই স্থান, কাল, পাত্র, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র ভেদে সবচাইতে জনপ্রিয় ও স্বীকৃত শব্দ। এর বুৎপত্তি বা উৎস সম্বন্ধে যতটুকু জানা যায়, ১৮৭০ খ্রি. আলেকজান্ডার গ্রাহাম বেল যখন টেলিফোন আবিষ্কার করেন, তখন প্রথম যাকে তিনি ফোন করেন তিনি ছিলেন তার বান্ধবি মার্গারেট হেলো (মতান্তরে ‘হোলো’)। সেই থেকেই হোলো>হেলো> বর্তমানে ‘হ্যালো’ বলে প্রচলিত। এর বাইরেও বেশ কিছু পৌরাণিক তথ্য পাওয়া যায়, যার অন্যতম এই পোস্টদাতার দেওয়া তথ্যটি। আবার এও জানা যায়, ইংরেজি Hello থেকে Hell অর্থাৎ দোযখ বা জাহান্নাম বুঝায় বিধায় আরবের কিছু উলামার উপদেশক্রমে সেখানে হ্যালো সম্বোধন নিষিদ্ধ করা হয়েছে, যদিও এর সত্যতা আমার জানা নেই। আবার অনেক দেশেই ‘হ্যালো’ সম্বোধনের প্রচলন নেই, যেমন: চায়নার চাইনিজরা হ্যালো সম্বোধনে অভ্যস্ত নয়, ওরা বলে, Wei > ওয়েই বা ওয়ে (কথ্য ভাষায়) আর আনুষ্ঠানিক অর্থে ‘নি হাউ’।

সূত্র: শুদ্ধ বানান চর্চা, শুবাচ, নাবিল আব্দুল্লাহ।


ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

All Link

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

Language
error: Content is protected !!