এক মিনিটের পাঠশালা (২১-২৫)

এক মিনিটের পাঠশালা

পর্ব ২১

উকি নয়

লিখুন উঁকি (আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা)।

উচু নিচ নয়

লিখুন উঁচুনিচু (সংস্কৃত উচ্চ-নিম্ন)।

উঠতে বসতে’ নয়

লিখুন উঠতেবসতে (যখন-তখন)।

উত্তরসুরী নয়

লিখুন উত্তরসূরি।

উত্তলন নয়

লিখুন উত্তোলন।

উত্যক্ত নয়

লিখুন উত্ত্যক্ত (ত্ত-য়ে য-ফলা)

উদীচি নয়

লিখুন উদীচী (দুটোই ঈ-কার)

উপ-সচিব (সংস্কৃতে)

উপসচিব ( বাংলায়)।

উপায়ন্তর নয়

লিখুন উপায়ান্তর (উপায়+অন্তর; অ+অ=আ)

এক মিনিটের পাঠশালা

পর্ব ২২

মেম্বারশীপ নয়

লিখুন মেম্বারশিপ।

অন্তস্থল নয়

লিখুন অন্তস্তল (অন্তর্‌+তল = অন্তস্তল)।

ধরণী নয়

লিখুন, ধরণি (ই-কার)।

নিরবিচ্ছিন্ন নয়

লিখুন নিরবচ্ছিন্ন (নির্‌+ অবচ্ছিন্ন = নিরবচ্ছিন্ন)।

নগরায়ন নয়

লিখুন নগরায়ণ (নগর+আয়ন; অন্তঃস্থ-র থাকায় ‘আয়ন’ হয়ে গেল ‘আয়ণ’)।

নাড়িভুড়ি নয়

লিখুন নাড়িভুঁড়ি।

নিয়মি নয়

নিয়মী (নিয়ম পালন করে এমন, সংযমী)।

নুব্জ্য নয়

ন্যুব্জ (উচ্চারণ: নুবজো)।

ন্যুন নয়

লিখুন ন্যূন (উচ্চারণ: নুনো)।

নুন্যতম নয়

লিখুন ন্যূনতম।

Total Page Visits: 253 - Today Page Visits: 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!