ড. মোহাম্মদ আমীন
কোনো রূপ তথ্য-ভিত্তি ছাড়া আকস্মিক ছড়িয়ে পড়া কথাবার্তা বা বিষয়, যা সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করতে পারে বা করে- এমন রটনাকে গুজব বলা হয়। অভিধানমতে বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত গুজব ফারসি শব্দ।শব্দটি বাংলা ভাষায় অতিথি হয়ে এসে এখন বাংলার নিজস্ব শব্দের মতো পরিচিতি লাভ করেছে। গুজব শব্দের যত সুন্দর অর্থই বাংলায় থাকুক না কেন, গুজবের আসল পরিচয় কেবল এই শব্দটি দিয়েই যথাযথভাবে উপস্থাপন করা যায়। অর্থাৎ, বাংলায় গুজবের কোনো বিকল্প নেই।
ফারসি ভাষায় শব্দটির অর্থ ছিল বহুকাল থেকে শুনে আসা কিন্তু অপ্রমাণিত ও জনমুখে ব্যাপকভাবে বা দ্রুত ছড়িয়ে পড়া কোনো কাহিনি বা ঘটনা। বাংলায় এসে ফারসি গুজব শব্দটি সংশয়যুক্ত মন্তব্য, ফিসফিস করা, এলোমেলো মন্তব্য, সন্দেহজনক ঘটনা, ভিত্তিহীন সংবাদ প্রভৃতি অর্থ ধারণ করে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে বর্তমানে গুজব শব্দের অর্থ : ভিত্তিহীন রটনা, জনশ্রুতি প্রভৃতি।
Total Page Visits: 194 - Today Page Visits: 1