নির্বাচনি ইশতাহার, ইশতেহার নয়

ড. মোহাম্মদ আমীন

সংযোগ: https://draminbd.com/নির্বাচনি-ইশতাহার-ইশতেহ/

নির্বাচনি ইশতাহার, ইশতেহার নয়

ইশতাহার আরবি উৎসের বাংলা শব্দ।  উচ্চারণ: ‘ইশ্‌তাহার’। অনেকে লিখে থাকেন ‘ইশতেহার’, এটি শুদ্ধ নয়। ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ অনুযায়ী প্রমিত হচ্ছে ‘ইশতাহার’। বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘ইশতাহার’ শব্দটির অর্থ বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন, নোটিশ প্রভৃতি। ‘ইশতাহার’ শব্দটি ‘নির্বাচনি ইশতাহার’-এর কারণে বাংলাদেশে অধিক পরিচিত। সংসদ নির্বাচন এলে শব্দটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

‘নির্বাচনি ইশতাহার’ কী?

রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিসমূহ জনগণের কাছে লিখিত ও মুদ্রিত আকারে উপস্থাপনই নির্বাচনি ইশতাহার। এখানে দলের ভাবী-কার্যক্রম এবং কার্য সম্পাদনের কৌশল ও উদ্দেশ্য বর্ণিত হয়।

 

নির্বাচন: তৎসম নির্বাচন (নির্‌+√বাচি+অন) অর্থ (বিশেষ্যে) প্রতিনিধি বাছাইয়ের লক্ষ্যে জনমত গ্রহণের প্রক্রিয়াবিশেষ, বাছাই; ইংরেজিতে যাকে বলা হয় election। প্রয়োগ:

(১) জাতীয় সংসদ ‘নির্বাচন’ একটি জটিল প্রক্রিয়া।
(২) ‘নির্বাচন’ এলে নির্বাচক, নির্বাচকমণ্ডলী, নির্বাচনকারী, নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র, নির্বাচনি, নির্বাচনি ইশতাহার, নির্বাচনোত্তর, নির্বাচিত, নির্বাচ্য প্রভৃতি শব্দ জনপ্রিয় হয়ে ওঠে। ‘বাছাই’ অর্থেও শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন: (৩) জামাল সাহেবকে মহাপরিচালক নির্বাচন করা হয়েছে। (৪) অনেকগুলো জামা আছে, যে-কোনো একটি নির্বাচন করতে পারে।
Total Page Visits: 636 - Today Page Visits: 4

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!