ড. মোহাম্মদ আমীন
অগস্ত্যযাত্রা (চিরতরে, শেষ যাত্রা)
অগ্নিপরীক্ষা (কঠিন পরীক্ষা, বিপদে পড়া)
ইন্ধন যোগানো (উস্কে দেওয়া)
একাদশে বৃহস্পতি (সুসময় বা সৌভাগ্য, চাঁদের হাট)
কংস মামা (নির্মম আত্মীয়)
কলিকাল/কলিযুগ (অধর্মের বাড়াবাড়ি)
কুম্ভকর্ণের নিদ্রা (মরার মত ঘুমানো)
কুরুক্ষেত্র যুদ্ধ/রণ (ভীষণ মারামারি)
গঙ্গাজলে গঙ্গাপূজা (কারও জিনিসে তাকেই তুষ্ট করা)
ঘরের শত্রু বিভীষণ (আত্মপক্ষের বিরোধিতা)
চক্রব্যূহ (যেখানে প্রবেশ করা কঠিন)
জগাখিচুড়ি (একাকার অবস্থা)
জতুগৃহ (মরণফাঁদ)
জ্ঞানে বৃহস্পতি (পণ্ডিত ব্যক্তি)
ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য)
ত্রিশঙ্কু দশা (কোনকিছু মাঝামাঝি আটকে থাকা)
দাতাকর্ণ (যিনি মুক্তহস্তে দান করেন)
দক্ষযজ্ঞ (চূড়ান্ত বিশৃঙ্খলা)
দুর্বাসামুনি (রগচটা লোক)
ধনকুবের (ধনাঢ্য ব্যক্তি)
বেদবাক্য (ধ্রুবসত্য)
বৈতরণী পার হওয়া (বিপদ উৎরে যাওয়া)
ভস্মে ঘি ঢালা (নিষ্ফল প্রচেষ্টা)
ভাঁড়ে মা ভবানী (রিক্ততা)
মহাভারত অশুদ্ধ হওয়া (মহা অঘটন ঘটা)
মায়ামৃগ (লোভনীয় কিন্তু বিপজ্জনক)
যক্ষের ধন (কৃপণের ধন)
যমের অরুচি (অপ্রিয় ব্যক্তি যার মৃত্যুও হয় না)
রাহুগ্রাস (কুপ্রভাব)
রাবণের চিতা (চির অশান্তি)
রাবণের গোষ্ঠী (বিশালাকার বংশ)
রাজসূয় যজ্ঞ (বিরাট আয়োজন)
লঙ্কাকাণ্ড (মারামারি ও ভাংচুর)
লক্ষ্মণের গণ্ডি (সীমারেখা বা বিপদসীমা)
লখীন্দরের বাসরঘর (কঠোর নিরাপত্তা ব্যবস্থা)
লক্ষ্মীর ভাণ্ডার (অগাধ ধনসম্পত্তি)
শনির দশা/দৃষ্টি (দুর্দশা বা দুঃসময়)
শকুনি মামা (কুচক্রী লোক)
সতীসাবিত্রী (নির্মল চরিত্রের নারী)
সত্যবাদী/ধর্মপুত্র যুধিষ্ঠির (ধার্মিকের ভান
Total Page Visits: 231 - Today Page Visits: 2