ড. মোহাম্মদ আমীন
প্রথম চিত্রে প্রদর্শিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটার নাম কী?
কভার পেজে লেখা : “বাংলা একাডেমি বাংলা বানান অভিধান”, কিন্তু টাইটেল পেজ ও প্রিন্টার্স লাইনে লেখা : “বাংলা একাডেমী বাংলা বানান অভিধান।” ভূমিকা ও প্রসঙ্গ কথায় কেউ লিখেছেন একাডেমি আবার কেউ লিখেছেন একাডেমী। আমজনতা কী লিখবে?
প্রসঙ্গত, এই বইটার সম্পাদকও যথারীতি জামিল চৌধুরী, যিনি “বাংলা একাডেমি আধুনিক বাংলা অবিধান”-এর সম্পাদক। তাঁরা যদি এত ভুল করতে পারেন আমি একটা ভুল করতে পারব না কেন। তাই করলাম।
অভিধান- এর মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনায় ‘বাংলা একাডেমি’র মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের এমন দায়সারা কাজ আমাদের সামগ্রিক চরিত্রের প্রতিফলন বললে কি অত্যুক্তি হবে? বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের মান কেমন তা জানার জন্য ক্লিক করতে পারেন।