বাংলা ব্যাকরণ সমগ্র : পদের (পদ-এর) প্রয়োজনীয়তা

[su_heading size=”30″ margin=”30″]পদের প্রয়োজনীয়তা[/su_heading]

শব্দ থাকে এককভাবে অর্থপূর্ণ হলেও একটি শব্দ কেবল নির্দিষ্ট বিষয়কে শুধু সীমিত পরিসরে নামের বা অর্থের নির্দেশনা দেয় কিন্তু বাক্যে পদ হিসাবে ব্যবহৃত হলে একটি শব্দ বাক্যে অবস্থিত অন্য এক বা একাধিক শব্দের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে পূর্ণ অর্থ সৃষ্টি করে। যেমন : আম বললে শধু একটি বস্তুর নাম বোঝায়, আর কিছু বোঝায় না। কিন্তু যখন বলা হয়, ‘আমের মুকুলে চারিদিক সুবাসিত’। তালে এটি একটি স¤পূর্ণ ভাষাগত অর্থ প্রকাশ করে। একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে কিন্তু বাক্যে ব্যবহৃত হলে ওই শব্দের অর্থ বাক্য অনুযায়ী নিদিষ্ট হয়ে যায়। ফলে অর্থ দ্যোতনায় সৃষ্টি করে পরিপূর্ণ বোধগম্যত। যেমন : বল অর্থ হতে পারে শক্তি, বলা, ফুটবল প্রভৃতি। কিন্তু আমি বল খেলি’ বাক্যে ‘বল’ অর্থ ফুটবল। আবার ‘শধু বল দিয়ে সবকিছু হয় না’। এই বাক্যে বল অর্থ শক্তি।

বাংলা ব্যাকরণ সমগ্র : শব্দ ও পদের পার্থক্য

বাংলা ব্যাকরণ সমগ্র : শব্দ পদ পদার্থ ও বাক্য

পদার্থ= পদ+ অর্থ

বাংলা ব্যাকরণ সমগ্র : পদপ্রকরণ

পদ পরিবর্তন -১: বিশেষ্য থেকে বিশেষণ : বাংলা ব্যাকরণ সমগ্র

পদ পরিবর্তন -২: বিশেষ্য থেকে বিশেষণ : বাংলা ব্যাকরণ সমগ্র

বাংলা ব্যাকরণ সমগ্র : শব্দ ও পদের পার্থক্য

একই শব্দের বিভিন্ন পদে ব্যবহার : বাংলা ব্যাকরণ সমগ্র

জানা অজানা বাংলা সাহিত্য

 

 

Total Page Visits: 558 - Today Page Visits: 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!