সত্তা সত্ত্ব এবং স্বত্বা
ড. মোহাম্মদ আমীন ১. সত্তা‘সত্তা’, ‘সত্ত্বা’ এবং ‘স্বত্ব’- এই তিনটি বানান শামীমা প্রায় সময় ভুল করে ফেলে। মাঝে মাঝে শিক্ষকও ভুল করে বসেন। একদিন বাসায় এসে মাকে বলল, শব্দ তিনটির বানান যদি ভালোভাবে শেখাতে না পার, তাহলে মাম, আমি আর স্কুলে যাচ্ছি না। বলে দিলাম কিন্তু।মেয়ের জেদ মায়ে জানেন। একটু চিন্তা করে শামীমার মা প্রমিতা …