ভাইভা : সঠিক উত্তর কোনটি?
ড. মোহাম্মদ আমীন এক ভাইভার কথা।আমি বোর্ডের সদস্য। ভাইভা দিচ্ছি না, নিচ্ছি। আমি ভাইভা দিয়ে এসেছি, এখন আর দিতে হয় না, নিতে হয়। এক প্রার্থী ঢুকে সালাম দিলেন।চৌকশ প্রার্থীর চেহারায় বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাস, তিনি বুয়েটের ইঞ্জিনিয়ার। প্রথমে বোর্ডের চেয়ারম্যান সাহেব শুরু করলেন প্রশ্ন। ভালোই করলেন প্রার্থী, চমৎকার উত্তর দিলেন প্রতিটি প্রশ্নের। আমিও কয়েকটি প্রশ্ন করলাম। …