ভিআইপি কথার অর্থ
ড. মোহাম্মদ আমীন ভিআইপি (VIP) শব্দের পূর্ণরূপ কী? প্রশ্ন করেছিলেন, গাছবাড়ীয়া নি. গৌ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমরনাথ ভট্টাচার্য। স্যারের প্রশ্নের উত্তরে বলেছিলাম, “Very Impotent Person”. সে অনেক দিন আগের কথা। তবে, এখনো মনে আছে। উত্তর শুনে অমরনাথ স্যার, চোখমুখ লাল করে আমার দিকে তাকিয়ে বাঘের মতো গর্জন করে আবার জানতে চেয়েছিলেন, পিচ্চি, কী …