মৃদু ও মন্দ থেকে মৃদুমন্দ
ড. মোহাম্মদ আমীন মৃদু ও মন্দ শব্দের মিলনে মৃদুমন্দ শব্দের জন্ম। অনেকে মনে করেন, মৃদু ও মন্দ শব্দ বিপরীতার্থক। তবে, শব্দদুটো শুধু বিপরীতার্থক নয়, বরং বহুলাংশে সমার্থক। মৃদ ধীর, মন্দ মানেও ধীর। রবীন্দ্রনাথ গেয়েছেন : অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া— দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। এবার দেখা যাক মৃদ ও …