দেয়া শব্দের অর্থ মেঘ
ড. মোহাম্মদ আমীন ‘দেয়া’ শব্দের অর্থ দেওয়া (give) নয়, ‘দেয়া’ শব্দের অর্থ মেঘ, আকাশ প্রভৃতি। রবীন্দ্রনাথ লিখেছেন : “ছায়া ঘনাইছে বনে বনে,গগনে গগনে ডাকে দেয়া। কবে নবঘন-বরিষণে, গোপনে গোপনে এলি কেয়া।” কাজী নজরুল ইসলাম লিখেছেন : “রিম্ ঝিম্ রিম্ঝিম্ ঘন দেয়া বরষে কাজরি নাচিয়া চল, পুর-নারী হরষে।” “এসো হে সজল শ্যাম-ঘন দেয়া বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল …