ড. মোহাম্মদ আমীন
‘বেশি’ ও ‘বেশী’ ভিন্নার্থক শব্দ। বাংলায় উচ্চারণগত দীর্ঘস্বর নেই। তাই দীর্ঘস্বরের জন্য উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। এজন্য বানান ভিন্ন হলেও ‘বেশি’ ও ‘বেশী’ উভয় শব্দের উচ্চারণ অভিন্ন। তবে উচ্চারণ অভিন্ন হলেও উভয় শব্দের অর্থ ভিন্ন। অনেকে শব্দদুটোর বানান গুলিয়ে ফেলেন।
বেশি ফারসি শব্দ।

তরকারিতে লবণ বেশি হলে কী করবেন?
বেশি দিন আগের কথা নয়।
বেশি কথা বলা ভালো নয়।
অন্যদিকে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত “ – বেশী” শব্দের অর্থ বেশধারী। তবে বাংলায় ‘‘-বেশী’’ শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। যেমন:
ভদ্রবেশী লোকটাকে চিনতে পারলে এমন ক্ষতি হতো না।
বেশি লোকই ছদ্মবেশী।