বিনীত ও বিনত : কোনটি লিখবেন এবং কেন
ড. মোহাম্মদ আমীন বিনীত আর বিনত দুটোই নম্রতাজ্ঞাপক শব্দ। সাধারণত দাপ্তরিক পত্রের শেষে আবেদনকারীর প্রকৃতি এবং স্বরূপ উপস্থাপনের লক্ষ্যে শব্দ দুটো ব্যবহার করা হয়। বিনীত মানে বিশেষভাবে নীত এবং বিনত মানে বিশেষভাবে নত। ‘নীত’ হওয়ার মধ্যে আছে গৌরব, আর ‘নত’ হওয়ার মধ্যে আছে চরম লজ্জা। দাপ্তরিক পত্রে আপনি কোনটা লিখেন, ‘বিনীত’ না কি ‘নীত’? আপনি …