সরকারি বনাম সহকারী
ড. মোহাম্মদ আমীন ‘সরকারি’ শব্দের বানানে ‘ই-কার’, তাহলে ‘সহকারী’ শব্দের বানানে কেন ‘ঈ-কার’? বিষয়টি নিয়ে শুবাচে অনেক আলোচনা হয়েছে। তবু প্রশ্নের অন্ত নেই। তাই এটি আবারও যযাতি হিসেবে প্রকাশ করা হলো। ‘সরকার’ ফারসি শব্দ। ফারসি ‘সরকার’ শব্দের সঙ্গে ফারসি ‘ই-প্রত্যয়’ যুক্ত হয়ে ‘সরকারি’ শব্দটি গঠিত হয়েছে। তাই ‘সরকারি’ একটি ফারসি অর্থাৎ বিদেশি শব্দ। এজন্য শব্দটির বানানে …