চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূল করে না কখনো
ড. মোহাম্মদ আমীন কেউ এটি পড়ে রুগ্ণ, মানে ক্ষিপ্ত হয়ে যাবেন না। ভুল সংশোধনের অনুরোধ জ্ঞাপনের পর অনেকে রুগ্ণ হয়ে পড়েছিলেন। ক্ষুব্ধ হয়ে বলছেন, “ভুল করবই, তোমার কী?” আরে ভাই, না-জানলে তো ভুল হবেই। আপনার ভুল আমার অনেক ক্ষতির কারণ। কেননা, আমার ছেলেমেয়ে ওখানে পড়ে, আপনাদের ভুল তাদের সংক্রমিত করবে। অনেকে বলবেন,“আট হাজার লোকের জন্য …