কিনা ও কি না
ড. মোহাম্মদ আমীন ‘কি না’ দুটো পৃথক শব্দ নিয়ে গঠিত একটি প্রশ্নজ্ঞাপক বাক্ভঙ্গি। যেমন: ‘যাবে কি না বল?’ অন্যদিকে মনোভাবের ইঙ্গিত প্রকাশে কিংবা শুধু অলংকার হিসেবে বাক্যে ‘কিনা’ শব্দটি ব্যবহৃত হয়। যেমন- হরতাল কিনা, তাই আসতে দেরি হয়েছে। গণেশ ক্লাসের সবচেয়ে ভালো ছেলে কিনা! ‘কিনা’ শব্দটি বাক্যে অত্যাবশ্যক নয়। এটি বাদ দিলেও অর্থের হেরফের ঘটে …