[su_heading size=”30″ margin=”30″]বায়ুমণ্ডল বা আবহমণ্ডল[/su_heading]
ড. মোহাম্মদ আমীন
[su_dropcap style=”flat” size=”4″]বা[/su_dropcap]য়ুমণ্ডলের প্রধান স্তরসমূহ
পৃথিবীর বায়ুম-ল পাঁচটি প্রধান স্তরে বিভক্ত। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছে :
(১) এক্সোমণ্ডল : > ৭০০ কিলোমিটার (>৪৪০ মাইল);
(২) তাপমণ্ডল : ৮০ থেকে ৭০০ কিলোমিটার (৫০ থেকে ৪৪০ মাইল);
(৩) মেসোমণ্ডল : ৫০ থেকে ৮০ কিলোমিটার (৩১ থেকে ৫০ মাইল);
(৪) স্ট্র্যাটোমণ্ডল : ১২/১৫ থেকে ৫০ কিলোমিটার (৭/৯ থেকে ৩১ মাইল) এবং
(৫) ট্রপোমণ্ডল : ০ থেকে ১২/১৫ কিলোমিটার (০ থেকে ৭/৯ মাইল)। আবার প্রতিটি স্তর একাধিক উপস্তরে বিভক্ত।
[su_dropcap style=”flat” size=”4″]বা[/su_dropcap]য়ুমণ্ডলের মূল উপাদান
নাইট্রোজেন ৭৮.০৮%;
অক্সিজেন –২০.৯৪%;
আরগন ০.৯৪%,
কার্বন-ডাই-অক্সাইড ০.০৩%,
নিয়ন ০.০০১৮%,
হিলিয়াম ০.০০০৫%,
ওজন ০.০০০৫%,
মিথেন ০ .০০০০২%,
হাইড্রোজেন ০.০০০০৫%
এবং জেনন ০.০০০০৯%।
[su_dropcap style=”flat” size=”4″]বা[/su_dropcap]য়ুমণ্ডলীয় চাপ
৮.৫ কি.মি. উচ্চতা স্কেলযুক্ত বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করছে ১০১.৩২৫ কিলো প্যাসকেল। এটা গঠিত হয়েছে ৭৮% নাইট্রোজেন এবং ২১% অক্সিজেন দ্বারা, এর সঙ্গে সামান্য পরিমাণে রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসীয় উপাদান। অক্ষাংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের উচ্চতার পরিবর্তন হয়। যার মান হতে পারে মেরু অংশে ৮ কি.মি. ও নিরক্ষরেখায় ১৭ কি.মি.।
[su_dropcap style=”flat” size=”4″]বা[/su_dropcap]য়ুমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা
পৃথিবীতে বায়ুর সবচেয়ে বেশি তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল ৫৬.৭ ডিগ্রি সে (১৩৪.১ ডিগ্রি ফারেনহাইট) ফুরনেসা ক্রিক, ক্যালিফর্নিয়ার, ডেথ ভ্যালিতে ১৯১৩ খ্রিষ্টাব্দে। এ পর্যন্ত প্রাপ্ত সর্বনিম্ন তাপমাত্রা −৮৯.২ ডিগ্রি সেলসিয়াস (−১২৮.৬ ডিগ্রি ফারেনহাইট) ভোস্টোক স্টেশন ১৯৮৩ খ্রিষ্টাব্দে। উপগ্রহে থাকা রিমোট সেন্সর ব্যবহার করে পরিমাপ করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল −৯৪.৭ ডিগ্রি সেলসিয়াস (−১৩৮.৫ ডিগ্রি ফারেনহাইট) পূর্ব অ্যান্টারর্টিকা।