এক মিনিটের পাঠশালা (৬-১০)
এক মিনিটের পাঠশালা পর্ব ৬ অন্তঃসত্তা অর্থ — আত্মা, আমি; কিন্তু অন্তঃসত্ত্বা অর্থ —গর্ভবতী। অন্তরঙ্গ (অন্তরংগো) অর্থ — আত্মীয়, বন্ধু, অভ্যন্থরস্থ অঙ্গ, ঘনিষ্ঠ; কিন্তু অন্তরজ্ঞ (অন্তরগ্গোঁ) অর্থ — অন্তর্যামী, দূরদর্শী, বিশেষজ্ঞ প্রভৃতি। অন্তস্তলশব্দের অর্থ — মনোমধ্যে, মন, হৃদয় প্রভৃতি।এই অর্থ প্রকাশে ‘অন্তস্থল’ লেখা ভুল। অতএব অন্তস্থল লিখবেন না। এতদ্বারা (এত+দ্বারা) ভুল শুদ্ধ হচ্ছে এতদ্দ্বারা (এতদ্+দ্বারা)। …