আহমদ ছফা, সুচিতা-দীপন ও মাওসেতুং
ড. মোহাম্মদ আমীন গ্রাম থেকে আসার পর প্রায় কপর্দকশূন্য আহমদ ছফা ঢাকায় অনেকের আশ্রিত হয়ে থেকেছেন, অর্থের অভাবে থাকতে বাধ্য হয়েছেন। প্রায় দু-বছর আবুল কাসেম ফজলুল হক সাহেবের আশ্রয়ে ছিলেন। সব খরচ বহন করেছেন আবুল কাসেম ফজলুল হক সাহেব।পরবর্তীকালে আবুল কাসেম ফজলুল হক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হলেন। বাসা পেলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বন্ধুতার সূত্রে …