শেখার পর লেখা
শেখার পর লেখা ‘বোঝাবুঝি’-র মতো বেশি না হলেও ‘লেখালিখি’ নিয়েও মাঝেমধ্যে দ্বিধায় পড়ে যেতে হয়; কখন আদ্যবর্ণের সঙ্গে হ্রস্ব-‘ই’-কার এবং কখন ‘এ’-কার লিখতে হবে, সেটি নিয়ে। এক্ষেত্রেও নিয়মটি ‘উঠ্’-আদিগণ ধাতুর মতো, কেবল শুরুর কার-চিহ্নের ব্যবহারে পার্থক্য রয়েছে। প্রথমেই উল্লেখ করে দেওয়া উচিত— সাধু রীতিতে আদ্যবর্ণ ‘ই’-কার যুক্ত শিখ্, ঘির্, জিত্, ফির্, ভিড়্, চিন্ ইত্যাদি ‘লিখ্’-আদিগণ …