অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘মত’পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
শব্দের অর্থ (১) মনের ভাব, অভিমত। (এ বিষয়ে প্রধানমন্ত্রীর মত কী?)। (২) সম্মতি (এ কাজে বাবার মত নেই)। (৩) সিদ্ধান্ত (মত বদল করা)। (৪) ধারা, পদ্ধতি( প্রাচীন পদ্ধতিতে চিকিৎসা)। (৫) বিধি, নিয়ম (ব্যাকরণমতে)।
উদাহরণ :মত প্রকাশের স্বাধীনতা চাই। তোমার মতামত কী। আমি তোমার মতো আমার মত বদল করে আগের বিধানমত আমার নতুন মত তাদের জানিয়ে দিয়েছি।
‘মতো’ অর্থ— অভিন্ন, সদৃশ; উদাহরণ : তার মতো লোক আর নেই। আমি তোমার মতো গাইতে পারি না। মত প্রকাশের মতো উত্তম স্বাধীনতা আর হয় না। হাজার টাকার মতো হবে। তার মতো মানুষ হয় না।
Pingback: অণ্ডকোষ লিঙ্গ এবং জ্ঞানচর্চা – Dr. Mohammed Amin
Pingback: যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা – Dr. Mohammed Amin
Pingback: সপরিবার বনাম সপরিবারে: কাঁচা কাচা কচি কাচ – Dr. Mohammed Amin
Pingback: বাংলা নীচ জাতের ভাষা – Dr. Mohammed Amin
Pingback: নচিকেতা অর্থ কী? – Dr. Mohammed Amin