স্যমন্তক: দ্বাবিংশ ও ত্রয়োবিংশ পর্ব
ড. মোহাম্মদ আমীন স্যমন্তক: দ্বাবিংশ ও ত্রয়োবিংশ পর্ব রাকু হাতপাখা নেড়ে আমাকে বাতাস করছে। বিদ্যুৎ আসবে আরও চল্লিশ মিনিট পর। অফিস থেকে ফোন করে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। জেনারেটর মেরামতের কাজ চলছে সামনে। রাকুর হাতপাখার দোল বৈদিক ভরতনাট্যমের মতো ছন্দময়; তবে বড়ো গাণিতিক, কারওয়ান বাজারের মজুদদার ব্যবসায়ীর মতো চুলচেরা হিসেবি। আমি তাকালাম রাকুর দোলায়মান হাতপাখাটির দিকে: …