স্যমন্তক: দ্বাপঞ্চাশত্তম পর্ব
ড. মোহাম্মদ আমীন স্যমন্তক: দ্বাপঞ্চাশত্তম পর্ব খান স্যার বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ অফিসারের সঙ্গে আলোচনা করছিলেন। আমাকে দেখে আলোচনা বন্ধ করে শিশুর উল্লাসে ফেটে পড়লেন। তাঁর চোখ আমার পেছনে, কাউকে যেন খুঁজছেন। সবাই স্যারের কাণ্ড অবিশ্বাসের চোখে দেখছিলেন। আমিও অবাক। আমার প্রতি তাঁর এমন উচ্ছ্বসিত ভালোবাসার শিশুসুলভ প্রকাশ সত্যি অবিশ্বাস্য। চেয়ার হতে উঠে আমাকে জড়িয়ে …