বানানের জটিলতা ও তা সংস্কারের উদ্যোগ
গরীব নেওয়াজ তখন প্রধানত সাধুভাষা ব্যবহৃত হতো। সাধুভাষায় রাজত্ব করত তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত হতে আগত শব্দ। তৎসম শব্দের বানান নিয়ন্ত্রণ করত সংস্কৃত ব্যাকরণ ও অভিধান। ফলে তখন বানান বিভ্রাট অনেক কম ছিল। তবে সেটা ছিল সংস্কৃতের নিয়মে, বাংলার নিয়মে নয়। বাংলা একটি স্বতন্ত্র ভাষা। এর উচ্চারণ, বানান ও ব্যাকরণ যে সংস্কৃত নিয়মে নয়, …