ড. মোহাম্মদ আমীন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই
সংযোগ: https://draminbd.com/cu-18-চট্টগ্রাম-বিশ্ববিদ্যাল/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের অতি গুরুত্বপূর্ণ একজন নেতা জনাব দাউদ আবদুল্লাহ আল হারুন। আমিও এই ব্যাচের। ব্যাচের সব সদস্যের মতো জনাব দাউদ আবদুল্লাহ আল হারুনও স্নাতকোত্তর। দেখুন স্নাতকোত্তর এই নেতার কয়েক পঙ্ক্তির একটি লেখায় কয়টি ভুল; তাও আবার মাতৃভাষায়। বাক্যের গঠনেও রয়েছে সমস্যা। চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নামের কোনো বন্ধু ১৮তম ব্যাচে নেই। সত্যি, বাংলা আমার ভালো নেই। ব্যাচের সম্মান বজায় রাখার স্বার্থে হলেও সর্বসমক্ষে প্রকাশনীয় লেখায় যাতে এত দৃষ্টিকটু ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। এরকম হাস্যকর ভুল করার চেয়ে কিছু না করা অনেক ভালো।

চমতকার> চমৎকার
আতিমারী> অতিমারি
ছাপিয়ে> চাপিয়ে
চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ> চট্টগ্রাম, সিলেট, কুমিল্লার বন্ধুরা-সহ [ চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নামের কোনো বন্ধু ১৮তম ব্যাচে নেই।
মোর্শেদ সহ> মোর্শেদ-সহ
ঢাকা সকল> ঢাকার সকল
সকল বন্ধুদের> সকল বন্ধু/ বন্ধুদের
নামজের> নামাজের
করোনার প্রয়াত> করোনায় প্রয়াত
মেজবানী> মেজবানি
গান এ> গানে
প্রানবন্ত> প্রাণবন্ত
আন্তরিকতায়> আন্তরিকতার


ব্যানার টা> ব্যানারটা (পদাশ্রিত নির্দেশক সর্বদা সেঁটে বসে)
কতো> কত (একবার লেখা হয়েছে কত, আরেকবার লেখা হয়েছে কতো)
নিশ্চয়ই> নিশ্চয়
লক্ষ্য> লক্ষ (লক্ষ্য অর্থ উদ্দেশ্য, লক্ষ অর্থ খেয়াল করা)
করেছি!!> করেছি।
আমাদেরই সবার> আমাদেরই/ সবার (বাংলায় একই পদের জন্য বহুবচনের দ্বিত্ব বিধেয় নয়)
হেট ওয়ালা> হেটওয়ালা
তুই আমাদের অহংকার> তুই আমাদের গৌরব (অহংকার পতনের মূল)
অন্যান্য বিষয় দেখুন নিচের সংযোগে:
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ-এর বাংলা বানান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই
CU 18th Batch: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই
ঢাকা কলেজের বাংলা বানান: ভুলে ভুলে সয়লাব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই
বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA): বাংলা আমার ভালো নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়লা শারমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর : এক চিঠিতে এত ভুল!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই