Definition’ মানে সংজ্ঞা নয়, definition মানে সংজ্ঞার্থ :
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, ‘সংজ্ঞা (সম্+√জ্ঞা+অ+আ (টাপ)’ শব্দের অর্থ চেতনা, অনুভূতি, আখ্যা, জ্ঞান, বুদ্ধি, বিশেষ্যপদ, বিশ্বকর্মার কন্যা, সূর্যপত্নী প্রভৃতি। অন্যদিকে একই অভিধানে ‘সংজ্ঞার্থ (সংজ্ঞা+ অর্থ)’ শব্দের অর্থ দেওয়া হয়েছে এভাবে — কোনো শব্দের যথাযথ অর্থ প্রকাশকারী ব্যাখ্যা; (পরিভাষা) definition।সুতরাং এটি স্পষ্ট যে, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘সংজ্ঞা’ ও ‘সংজ্ঞার্থ’ ভিন্নার্থক শব্দ। ব্যুৎপত্তি বিশ্লেষণ করলেও এটি পরিষ্কার বোঝা যায়। তাই ইংরেজি definition প্রকাশে বাংলায় ‘সংজ্ঞা’ লেখা সমীচীন নয়।
একসময় ‘definition’ শব্দের বাংলা অর্থ ‘সংজ্ঞা’ লেখার বহুল প্রবণতা ছিল। এখন তা বহুলাংশে কমে এসেছে। তবে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান- অনেক জায়গায় ইংরেজি `definition’ শব্দের বাংলা অর্থ করা হচ্ছে ‘সংজ্ঞা’। প্রশ্নপত্রে লেখা হয় ‘সংজ্ঞা (definition) দাও’। কিন্তু `definition’ শব্দের বাংলা অর্থ সংজ্ঞা নয়।
সংজ্ঞা শব্দের অর্থ হলো, নাম, পরিভাষা, চেতনা, অনুভূতি, আখ্যা, জ্ঞান, বুদ্ধি, বিশেষ্যপদ, বিশ্বকর্মার কন্যা, সূর্যপত্নী প্রভৃতি। সংজ্ঞাবাচক বিশেষ্য অর্থ নামবাচক বিশেষ্য। ব্যাকরণে ‘সংজ্ঞা’ শব্দটি মূলত পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। বস্তুত `অপাদান কারক, অপনিহিতি, বিপ্রকর্ষ, অব্যয়ীভাব সমাস’ প্রভৃতি হচ্ছে সংজ্ঞা বা পরিভাষা। সুতরাং ‘অপাদান কারকের সংজ্ঞা দাও’ বাক্যের অর্থ হবে অপাদান কারকের ‘নাম’ দাও বা অপাদান কারকের ‘পরিভাষা’ দাও। এটি কোনো অর্থপূর্ণ বাক্য হতে পারে না। বলা যেতে পারে অপাদান কারকের ‘সংজ্ঞার্থ’ দাও কিংবা অপাদান কারকের ‘ব্যাখ্যা ’দাও।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, ইংরেজি `definition’ শব্দের বাংলা প্রতিশব্দ সংজ্ঞার্থ। অতএব লিখুন, ‘সংজ্ঞার্থ’ দাও। ‘সংজ্ঞা’ দাও লিখবেন না।বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের কোথাও `Definition’ শব্দের অর্থ হিসেবে ‘সংজ্ঞা’ উল্লেখ নেই।
—————–
শুবাচ লিংক/২
নিম্নের লিংকসমূহে বাংলা যুক্তবর্ণের পূর্ণ তালিকা পাওয়া যাবে।