ড. মোহাম্মদ আমীন
এই পেজের সংযোগ: https://draminbd.com/english-spelling-pronunciation-pronunciation-rules-উচ্চারণ-ও-বানান/
বিধি
কোনো ইংরেজি শব্দের শেষে QUE থাকলে বর্ণত্রয়ের সম্মিলিত উচ্চারণ হবে—/k/ (ক)। যেমন: Cheque (চেক), Baroque (ব্যারক)বলিষ্ঠ, Clique (ক্লিক) খুদে দল।
বিধি
কোনো ইংরেজি শব্দে T (টি) থাকলে এবং ওই T বর্ণের পরে U থাকলে অর্থাৎ TU থাকলে ওই T বর্ণের উচ্চারণ বাংলা চ বর্ণের মতো হবে। যেমন: Lecture (লেকচার), Century (সেঞ্চুরি), Furniture (ফার্নিচার), Structure (স্ট্রাকচার), Future (ফিউচার), Picture (পিকচার) ইত্যাদি।
বিধি
কোনো ইংরজি শব্দে KN বা GN-এর পূর্বে স্বরবর্ণ(vowel) থাকলে ওই KN বা GN যথাক্রমে K ও G উচ্চারিত হয়। যেমন: Agnostic (এ্যাগনষ্টিক) অজ্ঞেয়, Acknowledge (এ্যাকনলেজ), Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়—Consonant+ IA+ Consonant; তাহলে ওই শব্দের IA-এর উচ্চারণ হবে— আইঅ্যা। যেমন: Dialogue (ডায়ালগ), Diamond (ডায়ামন্ড), Liar (লায়ার), Liability (লাইয়াবিলিটি) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি Consonant+ I+ E প্রকৃতির হয় তাহলে ওই তিন বর্ণের মধ্যবর্তী I-এর উচ্চারণ আই-এর মতো হবে। যেমন: Mice (মাইস), Rice (রাইস), Wise (ওয়াইস), Size (সাইজ)।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— I+ R+ Consonant; এমন হয়, তাহলে ওই IR-এর আগে বিদ্যমান I বর্ণের উচ্চারণ আই না হয়ে—অ্যা/আ হবে। যেমন: First (ফার্স্ট), Birth (র্বাথ), Bird (বার্ড) , Circle (সার্কেল) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— Consonant+ U+ Consonant, তাহলে এই শব্দের নির্ধারিত গঠনে বিদ্যমান U-এর উচ্চারণ ব্যতিক্রান্ত ক্ষেত্র ছাড়া সাধারণত “আ” এর মতো হয়। যেমন: Null (নাল), But (বাট), Nut (নাট) – বাদাম, Cut (কাট) – কাটা।
বিধি
কোনো ইংরেজি শব্দে E +A+ R (EAR) থাকলে এবং ওই শব্দে R যদি শেষ বা অন্ত্য বর্ণ হয় তাহলে EA-এর উচ্চারণ ইঅ্যা হবে। যেমন: Dear (ডিয়্যার), Fear (ফিয়্যার), Bear (বিয়্যার), Tear (টিয়ার) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— O+ consonant+ U+ consonant+ A/E/I হয়, তাহলে ওই শব্দে উপস্থাপিত গঠনে অবস্থিত U বর্ণের উচ্চারণ হবে— একদমইউ এর মতো। যেমন: Document (ডকিউমেন্ট), Procurement (প্রকিউরমেন্ট) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— Consonant+ EA+ consonant (R ছাড়া); তাহলে গঠনে অবস্থিত EA-এর উচ্চারণ হবে— ই হবে। Feather (ফেদার), Tread (ট্রেড) পদদলিত করা, Leader (লিডার) প্রভৃতি।
বিধি
কোনো ইংরেজি শব্দে U I + consonant – এর পর কোনো স্বরবর্ণ (vowel) না থাকলে ওই UI-এর উচ্চারণ বাংলা ই-এর মতো হয়। যেমন: Guilty (গিল্টি), Guilt (গিল্ট) , Build (বিল্ড) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— EA+ R+ consonant তাহলে এই শব্দে এই গঠনে বিদ্যমান EA-এর উচ্চারণ হবে—অ্যা হবে।
যেমন: Heart (হার্ট), Earth (আর্থ), Earn (আর্ন) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দের শেষে I+ R+ E= IRE থকে, তাহলে সাধারণত বর্ণ তিনটির (IRE) সম্মিলিত উচ্চারণ হবে—আয়্যা। যেমন: Dire (ডায়্যার), Mire (মায়্যার)কাদা, Admire (এ্যাডমায়্যার) প্রভৃতি।
বিধি
কোনো ইংরেজি শব্দের শেষে ক্রমান্বয়ে E+E+ R (EER) থাকলে ওই EE-এর উচ্চারণ হবে— ইঅ্যা । যেমন: Peer (পিয়্যার), Steer (স্টিয়্যার) হাল ধরা, Deer (ডিয়্যার) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দে P এর অব্যবহিত পর S থাকলে, অর্থাৎ শব্দে P+ S (PS) থাকলে এবং P এর আগে কোনো স্বরবর্ণ (vowel) না থাকলে P অনুচ্চারিত থাকে। যেমন: Psyche (সাইকি), Psycho (সাইকো), Psora (সৌরা) খোসপাচঁড়া ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দে STL থাকলে সম্মিলিত STL-এর উচ্চারণ হবে— সল্। এখানে T অনুচ্চারিত থাকে। যেমন: Bustle (বাসল্) অতিশয় কর্ম ব্যস্ততা, Rustle (রাসল) খসখস শব্দ, Nestle (নেসলে) বাসা বাঁধা
বিধি
ইংরেজি শব্দের শেষে TCH থাকলে সম্মিলিত তিনটি বর্ণের উচ্চারণ হবে— চ-এর মতো। যেমন: Batch (ব্যাচ), Match(ম্যাচ), Scratch (স্ক্র্যাচ) আচঁড়ের দাগ প্রভৃতি।
বিধি
কোনো ইংরেজি শব্দের শেষে OA+ R (OAR) থাকলে, ও ই OA-এর উচ্চারণ হবে—অ্য। যেমন: Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ, Boar (বোর) – শূকর, Boat (বোট), , Road (রোড) – রাস্তা।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— OA+ Consonant তাহলে শব্দের গঠনে অবস্থিত OA এর উচ্চারণ হবে— ঔ। যেমন: Road (রৌড) – রাস্তা; Loan (লৌন) – ঋণ, Toad (টৌড) – ব্যাঙ।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— UI+ consonant+ A/E/O তাহলে এমন শব্দে অবস্থিত UI-এর উচ্চারণ সাধারণত ইংরেজি আই বর্ণের মতো হয়। যেমন: Guide (গাইড), Guile (গাইল) ছলনা, ফাঁকি, Misguidance (মিসগাইড্যান্স) বিপথগামিত।
বিধি
কোনো ইংরেজি শব্দে যে-কোনো ব্যঞ্জনবর্ণের (Consonant) অব্যবহিত পর OI থাকলে ওই OI-এর উচ্চারণ হয়— অই। যেমন: Coin (কইন), Foil (ফইল)পাত, Join (জইন) প্রভৃতি।
বিধি
কোনো ইংরেজি শব্দের অন্ত্য গঠন যদি এমন হয়— E+ consonant (R ছাড়া) + E অর্থাৎ এর পর আর কোনো বর্ণ না থাকলে প্রথম E এর উচ্চারণ হয়— ই এবং দ্বিতীয় E অনুচ্চারিত থেকে যাবে। যেমন: Complete (কমপ্লিট) সম্পূর্ণ, Mete (মিট) অংশ ভাগ করে দেওয়া।
বিধি
কোনো ইংরেজি শব্দে OE থাকলে ওই OE-এর উচ্চারণ হবে— ই। যেমন: Phoenix (ফিনিক্স) রূপকথার পাখিবিশেষ, Amoeba (অ্যামিবা) ক্ষুদ্র এককোষী প্রাণিবিশেষ।
বিধি
কোনো ইংরেজি শব্দের মাঝে E+ R (ER) ছাড়া অন্য কোনো consonant এরূপ গঠন অনুযায়ী ব্যবহৃত হলে E-এর উচ্চারণ সাধারণত এ বা ই হয়। যেমন: Rent (রেন্ট), Comet (কমিট) ধূমকেতু, Comment (কমেন্ট)মন্তব্য।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— EE+ consonant (R ব্যতীত ) তাহলে, EE-এর উচ্চরণ হবে—ই। যেমন: Need (নিড) – প্রয়োজন। Feel (ফিল), Steel (স্টিল), Meek (মিক) বিনম্র
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন যদি এমন হয়— R+ vowel+ CH তাহলে গঠনের অন্তর্ভুক্ত CH-এর উচ্চারণ হবে—চ। যেমন: Approach (অ্যাপ্রোচ), Branch (ব্রাঞ্চ), Crunch (ক্র্যাঞ্চ) গুড়ানো।
বিধি
কোনো ইংরেজি শব্দে C বর্ণের পরে যদি I E বা Y থাকে তাহলে C বর্ণের উচ্চারণ হবে— স। যেমন: Center (সেন্টার), Cyclone (সাইক্লোন) Cell (সেল), Circle (সার্কেল) ইত্যাদি।
বিধি
যদি কোনো ইংরেজি শব্দের গঠন এরূপ হয়— UI+ consonant+ I বা consonant+ L/R+ UI; তাহলে সংযুক্ত UI-এর উচ্চারণ হবে— ইউই বা উই হবে। যেমন: Perpetuity (প্যারপিচিউইটি) চিরস্থায়িত্ব, Ingenuity (ইনজিনিউইটি)অকপটতা, Liquidity (লিকুইডিটি)তারল্য
বিধি
কোনো ইংরেজি শব্দের বানানে অবস্থিত LM এর আগে কোনো স্বরবর্ণ (vowel) অর্থাৎ ই, বা এ ধ্বনি থাকলে L উচ্চারিত হয়। যেমন: Film (ফিল্ম) – চলচ্চিত্র। Elm (এলম) দেবদারুজাতীয় বৃক্ষ, Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
বিধি
কোনো ইংরেজি শব্দে ব্যঞ্জনবর্ণের (Consonant) পর AI থাকলে ওই IA-এর উচ্চারণ সাধারণত “এই” বা এয়্যা হয়। এক্ষেত্রে কখন কোনটি হবে তা আয়ত্তে আনার জন্য অনুশীলন প্রয়োজন। তবে বেশির ভাগ ক্ষেত্রে উচ্চারণ হয় ‘এই’। যেমন: Bail ( বেইল) Rail (রেইল), Nail (নেইল), Straight (স্ট্রেইট) – সোজা।
বিধি
কোনো ইংরেজি শব্দের গঠন এমন হলে— CC+ OU/ consonant হয়ে থাকলে গঠনে অবস্থিত CC-এর উচ্চারণ হবে— ক। যেমন: Accuse (এ্যাকিউজ), According (এ্যাকর্ডিং, Accurate (এ্যাকিউরেট) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দে U বর্ণের পর consonant+ vowel+….. গঠনের বর্ণ থাকল U– এর উচ্চারণ সাধারণত ইউ হয়। যেমন: Mute (মিউট), Cute (কিউট), Tube (টিউব), Duteous (ডিউটিয়াস) প্রভৃতি।
বিধি
কোনো ইংরেজি শব্দে U বর্ণের পূর্বে consonant+ R/L+…… গঠন থাকলে ওই U বর্ণের উচ্চারণ সাধারণত উ হয়। যেমন: Blue (ব্লু ), Glue (গ্লু), True (ট্রু) ইত্যাদি।
বিধি
কোনো ইংরেজি শব্দে U+E (UE)-এর পূর্বে consonant + R/L না থাকলে U-এর উচ্চারণ সাধারণত ইউ এর মতো হয়। যেমন: Sue (স্যু) আদালতে অভিযুক্ত করা, Hue (হিউ), Imbue (ইমবিউ)অনুপ্রাণিত করা।
বিধি
কোনো ইংরেজি শব্দে U এর পূর্বে এককভাবে R বা L থাকলে এবং তার পর E বা Consonant+ E/L থাকলেও উচ্চারণ সাধারণত উ-এর মতো হয়। যেমন: Nude (নুড), Lunacy (লুনাসি), Lutanist (লুটানিস্ট) বীণাবাদক।
বিধি
U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মতো হয়। যেমন: Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক। Number (নাম্বার) – সংখ্যা। Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক। Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/
আমি শুবাচ থেকে বলছি
— — — — — — — — — — — — — — — — —
প্রতিদিন খসড়া
আমাদের টেপাভুল: অনবধানতায়