ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/oppo-এবং-lux-শব্দের-বাংলা/
OPPO শব্দের অর্থ
প্রাচীন ইংলিশ (Old English) অভিধান অনুযায়ী OPPO অর্থ— সহকর্মী, দোস্ত, প্রিয়জন, বন্ধু।বৈয়াকরণদের অভিমত, Opposition শব্দের বিপরীত অর্থ প্রকাশে OPPO শব্দের উদ্ভব।যার অর্থ করা হয়— বন্ধু, সহকর্মী, প্রিয়জন, দোস্ত।
১৯৩০ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে opposition শব্দের বিপরীত হিসেবে বন্ধু বা সহকর্মী প্রকাশে OPPO শব্দটির উদ্ভব ঘটে।তবে Old English literature or Anglo-Saxon literature- বিশ্লেষণে দেখা যায়— OPPO বা বন্ধু থেকে Opposition। ১৯৩০ খ্রিষ্টাব্দে এসে আবার Opposition থেকে OPPO শব্দটি বন্ধু বা সহকর্মী প্রকাশে ব্যবহৃত হতে থাকে। কারণ ছিল, একই দল বা অভিন্ন গোষ্ঠী, বন্ধু বা সহকর্মী থেকে Opposition গঠিত হয়। তাই বন্ধু (OPPO) এবং Opposition পরস্পর বিপরীত হয়ে যায়। একই সময়ে OPPO বন্ধু বা সহকর্মীদের সঙ্গে হার্দিক সম্পর্ক প্রকাশে আবেগীয় শব্দ হিসেবে ব্যবহৃত হতে থাকে। যেমন বাংলায় ব্যবহৃত হয়— দোস্ত, হিন্দিতে ইয়ার ইত্যাদি।
লাক্স শব্দের অর্থ
“জনপ্রিয় LUX (লাক্স) সাবানের লাক্স অর্থ কী?” লাক্স একটি সাবানের নাম। ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ও বর্তমানে বিশ্বখ্যাত এই সাবানের জন্ম যুক্তরাজ্যে। উইলিয়াম হেসকেথ এবং তাঁর সহোদর জেমস- লাক্স সাবান ব্র্যান্ডটির উদ্যোক্তা
ল্যাটিন ভাষায় লাক্স অর্থ ‘আলো’। অনেকের ধারণা, ল্যাটিন লাক্স থেকে সাবানের লাক্স নামটি গৃহীত। আমারও এমন ধারণা ছিল। তবে, প্রতিষ্ঠানটির মুখপাত্রদের ভাষ্য অনুযায়ী, LUX নামটি ইংরেজি লাক্সারি(luxury) শব্দের প্রথম তিনটি বর্ণ নিয়ে গঠন করা হয়েছে। যার অর্থ করা যেতে পারে— সৌখিন, সমৃদ্ধ, প্রমোদ, আনন্দ, জমকালো, জাঁকজমক, বিলাস, মাধুর্য, সুন্দর, অনিন্দ্য প্রভৃতি।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
—————