Total উপসর্গ

Jahidul Islam

# উপসর্গ অভিধান ( ৬০ )

* মূলশব্দ :- চর

১। অ + চর = অচর
২। অতি + চর = অতিচর
৩। অনু + চর = অনুচর
৪। অভি + চর = অভিচর
৫। দুঃ + চর = দুশ্চর
৬। প্র + চর = প্রচর
৭। পরি + চর = পরিচর
৮। সু + দুঃ + চর = সুদুশ্চর

শব্দার্থ:-

১। অচর = গতিহীন, স্থাবর।
২। অতিচর = অতিক্রমপূর্বক গমনকারী।
৩। অনুচর = অনুগমনকারী, সঙ্গী।
৪। অভিচর = পরিচারক, সেবক,ভৃত্য।
৫। দুশ্চর = দুর্গম, আচরণ বা পালন করা কঠিন এমন।
৬। প্রচর = মার্গ,গমন, প্রকাশ,প্রসিদ্ধি।
৭। পরিচর = অনুচর, ভৃত্য।
৮। সুদুশ্চর = অতি দুর্গম।

অতিরিক্ত কিছু শব্দ ও শব্দার্থ :-

* আঁচর = শাড়ির প্রান্ত।
* আঁচড় = নখের আঘাত।
* উপরিচর = ঊর্ধ্বচর, আকাশচারী।
* সহচর = সঙ্গে বিচরণ করে এমন, সঙ্গী।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

উপসর্গ অভিধান ( ৫৯ )

* মূল শব্দ:- চয়

১। অপ + চয় = অপচয়
২। অব + চয় = অবচয়
৩। উপ + চয় = উপচয়
৪। নি + চয় = নিচয়
৫। নির্ + চয় = নিশ্চয়
৬। প্র + চয় = প্রচয়
৭। পরি + চয় = পরিচয়
৮। অ/ ন + পরি + চয় = অপরিচয়
৯। বি + চয় = বিচয়

শব্দার্থ:-

১। অপচয় = ক্ষতি,অপব্যয়,ক্ষয়।
২। অবচয় = মূল্যহ্রাস,অপচয়।
৩। উপচয় = সমূহ,সংগ্রহ,উন্নতি।
৪। নিচয় = বৃদ্ধি,সমূহ,উপচয়।
৫। নিশ্চয় = সন্দেহাতীত জ্ঞান, স্থির ধারণা।
৬। প্রচয় = চয়ন, সঞ্চয়, রাশি,বৃদ্ধি।
৭। পরিচয় = আলাপ, জানাশোনা।
৮। অপরিচয় = পরিচয় বা জ্ঞানের অভাব।
৯। বিচয় = বাছিয়া লইয়া একত্র করা, অনুসন্ধান, সংগ্রহ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3119302574757829/?app=fbl

# উপসর্গ অভিধান ( ৫৭ )

* মূলশব্দ: চারী

১। আ + চারী = আচারী
২। অনা + চারী = অনাচারী
৩। অনু + চারী = অনুচারী
৪। অপ + চারী = অপচারী
৫। অভি + চারী = অভিচারী
৬। উপ + চারী = উপচারী
৭। বি + চারী = বিচারী

২টি উপসর্গযোগে গঠিত শব্দ:-

১। অ/ ন + বি + চারী = অবিচারী
২। কৎ + আ + চারী = কদাচারী
৩। দুর্/ দুঃ+ আ + চারী = দুরাচারী
৪। বি + অভি + চারী = ব্যাভিচারী

শব্দার্থ:-

১। আচারী = আচারনিষ্ঠ, আচার সর্বস্ব।
২। অনাচারী = গর্হিত আচরণকারী।
৩। অনুচারী = অনুগামী,অনুসারী।
৪। অপচারী = অন্যায় আচরণকারী,অহিতাচারী।
৫। অভিচারী = অভিচারকর্তা,পরহিংসুক।
৬। উপচারী = পরিচায়ক।
৭। বিচারী = বিচারক, মীমাংসাকারী।

১। অবিচারী = অবিচারকারী, অত্যাচারী, অন্যায়কারী।
২। কদাচারী = অমার্জিত আচরণ করে এমন।
৩। দুরাচারী = পাপাচারী।
৪। ব্যাভিচারী = বিবাহ বহির্ভূত দৈহিক সমপর্ক স্থাপনকারী।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3114769705211116/?app=fbl

উপসর্গ অভিধান ( ৫৬ )

* মূলশব্দ:- চার

১। আ + চার = আচার
২। অনা + চার = অনাচার
৩। অভি + চার = অভিচার
৪। অপ + চার = অপচার
৫। উপ + চার = উপচার
৬। প্র + চার = প্রচার
৭। বি + চার = বিচার

২টি উপসর্গযোগে গঠিত শব্দ:-

১। অতি + আ + চার = অত্যাচার
২। অ/ ন + বি + চার = অবিচার
৩। কদ্ + আ + চার = কদাচার
৪। কু + বি + চার = কুবিচার
৫। দুর্ + আ + চার = দুরাচার
৬। নির্ + বি + চার = নির্বিচার
৭। বি + অভি + চার = ব্যাভিচার
৮। সম্ + আ + চার = সমাচার
৯। সু + বি + চার = সুবিচার

৩টি উপসর্গযোগে গঠিত শব্দ :-

১। সু + সম্ + আ + চার = সুসমাচার
২। কু + সম্ + আ + চার = কুসমাচার
৩। অ/ন + সু + বি + চার = অসুবিচার
৪। অ/ন + কু + বি + চার = অকুবিচার

শব্দার্থ :-

১। আচার = ব্যবহার, চালচলন।
২। অনাচার = কদাচার,গর্হিত কাজ।
৩। অপচার = অবিহিত আচরণ, দুর্নীতি, অশিষ্টাচার।
৪। অভিচার = অন্যের অনিষ্ট সাধনের অভিলাষে কৃত তান্ত্রিক ক্রিয়া, পরহিংসা।
৫। উপচার = পূজার সামগ্রী, উপকরণ।
৬। প্রচার = ঘোষণা,প্রকাশ, বিজ্ঞপ্তি।
৭। বিচার = যুক্তির দ্বারা সত্য মিথ্যা নির্ণয়।

১। অত্যাচার = উৎপীড়ন, জুলুম, উপদ্রব।
২। অবিচার = অন্যায় বিচার, বিচারহীনতা।
৩। কদাচার = কদাচরণ।
৪। কুবিচার = পক্ষপাতদুষ্ট বিচার।
৫। দুরাচার = দুর্বৃত্ততা, কদাচার।
৬। নির্বিচার = বাছ -বিচার করে না এমন, বিচারশূন্য।
৭। ব্যাভিচার = নারী-পুরুষের অবৈধ দৈহিক সমপর্ক,অন্যায় ব্যবহার।
৮। সমাচার = বার্তা, সংবাদ, শিষ্টাচার।
৯। সুবিচার = ন্যায় বিচার, ইনসাফ।

১। সুসমাচার = শুভ সংবাদ,ভালো সংবাদ
২। কুসমাচার = খারাপ খবর, দুঃ সংবাদ, অশিষ্টাচার
৩। অসুবিচার = সুবিচার নয়,অন্যায় বিচার।
৪। অকুবিচার = ন্যায় বিচার, সুবিচার, নয় কুবিচার ।

* অবিচার
* অভিচার

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3110320622322691/?app=fbl

উপসর্গ অভিধান (৫৫)

* মূলশব্দ:- ঘাতী

১। আ + ঘাতী = আঘাতী
২। অপ + ঘাতী = অপঘাতী
৩। অভি + ঘাতী = অভিঘাতী
৪। প্রতি + ঘাতী = প্রতিঘাতী
৫। বি + ঘাতী = বিঘাতী

শব্দার্থ:-

১। আঘাতী = আহত, ঘায়েল।
২। অপঘাতী = অপঘাতকারী।
৩। অভিঘাতী = আঘাতকারী, শত্রু, বিনাশকারী।
৪। প্রতিঘাতী = বধকারী, হননকারী।
৫। বিঘাতী = নিবারক, বিনাশকারী।

***ধারাবাহিক চলবে…

দ্রষ্টব্যঃ

পূর্বের যযাতি বা (post) পোস্ট পেতে নিচের লিংক দেখুন,

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3112465725441514/?app=fbl

উপসর্গ অভিধান ( ৫৩, ৫৪ )

* মূলশব্দ: ঘাতক

১। আ + ঘাতক = আঘাতক
২। অপ + ঘাতক = অপঘাতক
৩। বি + ঘাতক = বিঘাতক

শব্দার্থ:-

১। আঘাতক = যে আঘাত করে, আঘাতকারী।
২। অপঘাতক = অপঘাতকারী।
৩। বিঘাতক = বাধাদায়ক, নিবারক, বিনাশকারী।

# উপসর্গ অভিধান (৫৪)

* মূলশব্দ:- গ্রাহক

১। অনু + গ্রাহক = অনুগ্রাহক
২। নি + গ্রাহক = নিগ্রাহক
৩। পরি + গ্রাহক = পরিগ্রাহক
৪। সং/ সম্ + গ্রাহক = সংগ্রাহক

শব্দার্থ:-
১। অনুগ্রাহক = অনুগ্রহকারী।
২। নিগ্রাহক = শাসক, উৎপীড়ক।
৩। পরিগ্রাহক = বিশেষভাবে গ্রহণকারী, ধারণকারী।
৪। সংগ্রাহক = সংগ্রহকর্তা, সঞ্চয়কারী।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3108230202531733/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৫২ )

* মূলশব্দ :- ঘাতন

১। আ + ঘাতন = আঘাতন
২। পরি + ঘাতন = পরিঘাতন
৩। প্রতি + ঘাতন = প্রতিঘাতন
৪। বি + ঘাতন = বিঘাতন

শব্দার্থ:-

১। আঘাতন = আঘাতদান, প্রহরণ।
২। পরিঘাতন = হনন, মারাত্মক, আঘাত।
৩। প্রতিঘাতন = বধকরণ, নাশন।
৪। বিঘাতন = বিনাশন, প্রতিবন্ধ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3105617656126321/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৫১ )

* মূলশব্দ: ঘাত

১। আ + ঘাত = আঘাত
২। অনু + ঘাত = অনুঘাত
৩। অপ + ঘাত = অপঘাত
৪। অব + ঘাত = অবঘাত
৫। অভি + ঘাত = অভিঘাত
৬। নির্ + ঘাত= নির্ঘাত
৭। প্র + ঘাত = প্রঘাত
৮। পরি + ঘাত = পরিঘাত
৯। প্রতি + ঘাত = প্রতিঘাত
১০। প্রতি + আ + ঘাত = প্রত্যাঘাত
১১। বি + ঘাত = বিঘাত
১২। বি + আ + ঘাত = ব্যাঘাত
১৩। সং/ সম্ + ঘাত = সংঘাত

শব্দার্থ:-

১। আঘাত = চোট,প্রহার,ব্যথা ।
২। অনুঘাত = অনুগত, অনুকৃত।
৩। অপঘাত = অপমৃত্যু
৪। অবঘাত = অপহত্যা, আঘাত।
৫। অভিঘাত = প্রতিঘাত,আঘাত।
৬। নির্ঘাত = অব্যর্থ, মোক্ষম।
৭। প্রঘাত = প্রচণ্ড আঘাত, প্রত্যাঘাত।
৮। পরিঘাত = হনন, মারাত্মক আঘাত।
৯। প্রতিঘাত = আঘাতের বদলে আঘাত।
১০। প্রত্যাঘাত = পালটা আঘাত,প্রতিক্রিয়া।
১১। বিঘাত = আঘাত, বিনাশ,হত্যা।
১২। ব্যাঘাত = বাধা,বিঘ্ন, অন্তরায়।
১৩। সংঘাত = পরস্পর আঘাত,বিবাদ,সমূহ, সমষ্টি।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3103463666341720/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ৪৯, ৫০ )

* মূলশব্দ: গঠন

১। অ + গঠন = অগঠন
২। সু + গঠন = সুগঠন
৩। সং/ সম্ + গঠন = সংগঠন

শব্দার্থ:-

১। অগঠন = অশোভন, বেমানান।
২। সুগঠন = সুন্দর আকৃতি,উত্তম গড়ন।
৩। সংগঠন = সম্যক গঠন, প্রতিষ্ঠান,সংঘ।

# উপসর্গ অভিধান (৫০)

* মূলশব্দ:- ঘটন

১। অ + ঘটন = অঘটন
২। অনু + ঘটন = অনুঘটন
৩। বি + ঘটন = বিঘটন
৪। সং/ সম্ + ঘটন = সংঘটন

শব্দার্থ:-

১। অঘটন = অসম্ভব বা অপ্রত্যাশিত ঘটনা।

২। অনুঘটন = কোন বস্তুর নিজগুণ বা পরিমাণ অক্ষুণ্ন রেখে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করার প্রক্রিয়া।

৩। বিঘটন = অঘটন, বিশ্লেষণ, ব্যাঘাত।
৪। সংঘটন = যোজন, ঘটানোর কাজ, ঘটনা।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3101428026545284/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ৪৭, ৪৮ )

* মূলশব্দ :- গঠিত

১। অ + গঠিত = অগঠিত
২। সু + গঠিত = সুগঠিত
৩। সং/সম্ + গঠিত = সংগঠিত
৪। সু + সং/ সম + গঠিত = সুসংগঠিত

শব্দার্থ:-

১। অগঠিত = গঠন করা হয়নি এমন।
২। সুগঠিত = সুন্দর আকৃতিবিশিষ্ট,উত্তমরূপে নির্মিত।
৩। সংগঠিত= সুচারু রূপে গঠন করা হয়েছে এমন, নির্মিত।
৪। সুসংগঠিত = ভালোভাবে বা উত্তমভাবে গঠিত।

# উপসর্গ অভিধান ( ৪৮ )

* মূলশব্দ:- ঘটিত

১। অ + ঘটিত = অঘটিত
২। বি + ঘটিত = বিঘটিত
৩। সু + ঘটিত = সুঘটিত
৪। সং/ সম্ + ঘটিত = সংঘটিত

শব্দার্থ:-

১। অঘটিত = ঘটেনি এমন।
২। বিঘটিত = বিশ্লেষিত,বিকশিত,ব্যাহত।
৩। সুঘটিত = যুক্তিসংগত,উত্তমরূপে কল্পিত।
৪। সংঘটিত = ঘটেছে বা ঘটানো হয়েছে এমন, অনুষ্ঠিত।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3099142113440542/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪৬ )

* মূলশব্দ:- গতি

১। অ + গতি = অগতি
২। অব + গতি = অবগতি
৩। দুর্ + গতি = দুর্গতি
৪। প্র + গতি = প্রগতি
৫। সু + গতি = সুগতি
৬। সং/সম্ + গতি = সংগতি
৭। সম্ + আ + গতি = সমাগতি

শব্দার্থ :-

১। অগতি = গতিশূন্য, স্থির।
২। অবগতি = অবহিতি, জানানো, সংবাদপ্রাপ্তি।
৩। দুর্গতি = দুর্দশা, দুরবস্থা।
৪। প্রগতি = অগ্রগতি,উন্নতি,সমৃদ্ধি।
৫। সুগতি = সদ্ গতি, সুন্দর গতি।
৬। সংগতি = মিলন,সমাগম, ব্যবস্থা।
৭। সমাগতি = উপস্থিতি, মিলন, সংগম।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3096741530347267/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪৫ )

* মূলশব্দ: গুণ

১। অ + গুণ = অগুণ
২। অপ + গুণ = অপগুণ
৩। অব + গুণ = অবগুণ
৪। নির্ + গুণ = নির্গুণ
৫। প্র + গুণ = প্রগুণ
৬। বি + গুণ = বিগুণ
৭। স + গুণ = সগুণ

শব্দার্থ:-

১। অগুণ = অমঙ্গল, গুণাভাব।
২। অপগুণ = দোষ, স্বভাব বৈগুণ্য।
৩। অবগুণ = অপগুণ, গুণের অভাব।
৪। নির্গুণ = গুণশূন্য, অক্ষম।
৫। প্রগুণ = বিশেষ গুণের অধিকারী, অত্যন্ত দক্ষ।
৬। বিগুণ = গুণহীন, বিকৃত, প্রতিকূল।
৭। সগুণ = গুণযুক্ত, গুণবান।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3094527940568626/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪৪ )

* মূল শব্দ:- গৃহীত

১। অনু + গৃহীত = অনুগৃহীত
২। নি + গৃহীত = নিগৃহীত
৩। পরি + গৃহীত = পরিগৃহীত
৪। প্রতি + গৃহীত = প্রতিগৃহীত
৫। সু + গৃহীত = সুগৃহীত
৬। সং/সম + গৃহীত = সংগৃহীত

শব্দার্থ:-

১। অনুগৃহীত = অনুগ্রহপ্রাপ্ত, প্রতিপালিত, উপকৃত।
২। নিগৃহীত = নির্যাতিত, লাঞ্চিত,দন্ডিত।
৩। পরিগৃহীত = সম্যক গৃহীত, স্বীকৃত।
৪। প্রতিগৃহীত = গ্রহণ করা হয়েছে এমন, স্বীকৃত।
৫। সুগৃহীত = ভালোভাবে গ্রহণ করা হয়েছে এমন।
৬। সংগৃহীত = সংগ্রহ করা হয়েছে এমন।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3092406240780796/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪৩ )

* মূলশব্দ :- গ্রহণ

১। অধি + গ্রহণ = অধিগ্রহণ
২। অব + গ্রহণ = অবগ্রহণ
৩। অভি + গ্রহণ = অভিগ্রহণ
৪। পরি + গ্রহণ = পরিগ্রহণ
৫। প্রতি + গ্রহণ = প্রতিগ্রহণ
৬। সং/ সম + গ্রহণ = সংগ্রহণ

শব্দার্থ:-

১। অধিগ্রহণ = সরকার কর্তৃক বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও দায়িত্ব গ্রহণ।
২। অবগ্রহণ = প্রতিরোধ, অবজ্ঞা।
৩। অভিগ্রহণ = লুণ্ঠন, যুদ্ধ দ্বারা দখলে আনয়ন।
৪। পরিগ্রহণ = বিশেষভাবে গ্রহণ বা ধারণ।
৫। প্রতিগ্রহণ = দানগ্রহণ,দত্তবস্তু গ্রহণ।
৬। সংগ্রহণ = একত্রীকরণ, সঞ্চয়, সংকলন।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3090211441000276/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪২ )

* মূলশব্দ: গ্রহ

১। আ + গ্রহ = আগ্রহ
২। অনা + গ্রহ = অনাগ্রহ
৩। অনু + গ্রহ = অনুগ্রহ
৪। অপ + গ্রহ = অপগ্রহ
৫। অব + গ্রহ = অবগ্রহ
৬। অভি + গ্রহ = অভিগ্রহ
৭। উপ + গ্রহ = উপগ্রহ
৮। কু + গ্রহ = কুগ্রহ
৯। দুর্/ দুঃ + গ্রহ = দুর্গ্রহ
১০। দুর + আ + গ্রহ = দুরাগ্রহ
১১। নি + গ্রহ = নিগ্রহ
১২। নির + আ + গ্রহ = নিরাগ্রহ
১৩। প্র + গ্রহ = প্রগ্রহ
১৪। পরি + গ্রহ = পরিগ্রহ
১৫। প্রতি + গ্রহ = প্রতিগ্রহ
১৬। বি + গ্রহ = বিগ্রহ
১৭। সং/ সম + গ্রহ = সংগ্রহ

শব্দার্থ:-

১। আগ্রহ = ঝোঁক,ব্যগ্রতা,আসক্তি।
২। অনাগ্রহ = আগ্রহের অভাব,উৎসাহহীনতা
৩। অনুগ্রহ = উপকার,দয়া,আনুকূল্য।
৪। অপগ্রহ = প্রতিকূল গ্রহ,বিরুদ্ধ গ্রহ।
৫। অবগ্রহ = অনাবৃষ্টি, প্রতিবন্ধক।
৬। অভিগ্রহ = আক্রমণের উদ্দেশ্যে অভিযান, আক্রমণ,লুণ্ঠন।
৭। উপগ্রহ = ক্ষুদ্রগ্রহ, অনুষঙ্গীগ্রহ।
৮। কুগ্রহ = অশুভগ্রহ।
৯। দুর্গ্রহ = দুষ্টগ্রহ বা অশুভ গ্রহ।

১০। দুরাগ্রহ = অনৈতিক বিষয়ে আগ্রহ।
১১। নিগ্রহ = দমন,শাসন,অত্যাচার।
১২। নিরাগ্রহ = আগ্রহহীন ।
১৩। প্রগ্রহ = লাগাম, বলগা।
১৪। পরিগ্রহ = পরিধান, ধারণ, বিশেষভাবে গ্রহণ বা স্বীকার।
১৫। প্রতিগ্রহ = অঙ্গীকার, স্বীকার, যাহা দান করা হয়েছে।
১৬। বিগ্রহ = যুদ্ধ, কলহ, প্রতিমা।
১৭। সং/ সম + গ্রহ = আহরণ, চয়ন, সংকলন।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3088189134535840/?app=fbl

উপসর্গ অভিধান ( ৪১ )

* মূলশব্দ:- গমন

১। আ + গমন = আগমন
২। অধি + গমন = অধিগমন
৩। অনা + গমন = অনাগমন
৪। অনু + গমন =অনুগমন
৫। অপ + গমন = অপগমন
৬। অভি + গমন = অভিগমন
৭। উপ + গমন = উপগমন
৮। নির্ + গমন = নির্গমন
৯। নি + গমন = নিগমন
১০। প্র + গমন = প্রগমন
১১। প্রতি + গমন = প্রতিগমন
১২। বহির + গমন = বহির্গমন

শব্দার্থ :-

১। আগমন = আসিয়া উপস্থিত হওয়া।
২। অধিগমন = জ্ঞান লাভ, প্রাপ্তি।
৩। অনা + গমন = অনাগমন
৪। অনুগমন = অনুসরণ, পরে গমন।
৫। অপগমন = পলায়ন, প্রস্থান।
৬। অভিগমন = অভিমুখে গমন, আশ্রয়,প্রাপ্তি।
৭। উপগমন = উপস্থিতি, উৎপত্তি, নিকটে গমন।
৮। নির্গমন = ক্ষরণ, নিঃসরণ।
৯। নিগমন = বহির্গমন।
১০। প্রগমন = প্রস্থান,দূরে গমন।
১১। প্রতিগমন = প্রত্যাখ্যাত
১২। বহির্গমন =বাহিরে যাওয়া, নির্গমন।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3085651531456267/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৪০ )

* মূলশব্দ: গম

১। অ + গম = অগম
২। আ + গম = আগম
৩। অধি + গম = অধিগম
৪। অনা + গম = অনাগম
৫। অনু + গম = অনুগম
৬। অপ + গম = অপগম
৭। অভি + গম = অভিগম
৮। উপ + গম = উপগম
৯। দুর্ + গম = দুর্গম
১০। নির্ + গম = নির্গম
১১। নি + গম = নিগম
১২। পরি + গম = পরিগম
১৩। বি + গম = বিগম
১৪। সু + গম = সুগম
১৫। সং/ সম + গম = সংগম
১৬। সম + আ + গম = সমাগম

শব্দার্থ:

১। অগম= অগম্য,অগন্তব্য।
২। আগম = লাভ,উপার্জন,তন্ত্রশাস্ত্র।
৩। অধিগম = জ্ঞানলাভ,প্রাপ্তি।
৪। অনাগম = উপার্জন বা লাভের অভাব, অনুপস্থিতি।
৫। অনুগম = অনুগমন।
৬। অপগম = অপগমন।
৭। অভিগম = অভিগমন।
৮। উপগম = উপগমন।
৯। দুর্গম = যাওয়া কষ্টসাধ্য এমন, দুর্জ্ঞেয়।
১০। নির্গম = নির্গমন।
১১। নিগম = বেদ, নগর, লোকালয় ।
১২। পরিগম = পারিপার্শ্বিক অবস্থা, প্রতিবেশ।
১৩। বিগম = সমাপ্তি, ধ্বংস, প্রস্থান।
১৪। সুগম = সহজগম্য, অনায়সলভ্য।
১৫। সংগম = মিলন স্থান, সহবাস, সম্ভোগ।
১৬। সমাগম = উপস্থিতি, আগমন,

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3083214345033319/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৩৯ )

* মূলশব্দ:- ক্ষয়

১। অ + ক্ষয় = অক্ষয়
২। অব + ক্ষয় = অবক্ষয়
৩। উপ + ক্ষয় = উপক্ষয়

শব্দার্থ:-

১। অক্ষয় = চিরস্থায়ী ।
২। অবক্ষয় = হানি, ক্ষতি, বিনাশ ।
৩। উপক্ষয় = ক্ষতি, অপচয়, হানি ।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3080930928594994/?app=fbl

উপসর্গ অভিধান ( ৩৭,৩৮ )

* মূলশব্দ:- ক্ষোভ

১। অ + ক্ষোভ = অক্ষোভ
২। প্র + ক্ষোভ = প্রক্ষোভ
৩। বি + ক্ষোভ = বিক্ষোভ
৪। সং/সম + ক্ষোভ = সংক্ষোভ

শব্দার্থ:-

১। অক্ষোভ = ক্ষোভহীন, প্রশান্তি।
২। প্রক্ষোভ = ভাবাবেগ।
৩। বিক্ষোভ = আলোড়ন, চাঞ্চল্য।
৪। সংক্ষোভ = চাঞ্চল্য, আলোড়ন, অতিশয় ক্ষোভ।

# উপসর্গ অভিধান ( ৩৮ )

* মূলশব্দ :- ক্ষুব্ধ

১। অ + ক্ষুব্ধ = অক্ষুব্ধ
২। প্র + ক্ষুব্ধ = প্রক্ষুব্ধ
৩। বি + ক্ষুব্ধ = বিক্ষুব্ধ
৪। সং/সম + ক্ষুব্ধ = সংক্ষুব্ধ

শব্দার্থ:-

১। অক্ষুব্ধ = ক্ষুব্ধ নহে এমন।
২। প্রক্ষুব্ধ = অত্যন্ত ক্ষুব্ধ
৩। বিক্ষুব্ধ = অতিশয় ক্ষোভযুক্ত।
৪। সংক্ষুব্ধ = আলোড়িত, অতিশয় ক্ষুব্ধ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3077477462273674/?app=fbl

উপসর্গ অভিধান ( ৩৬ )

* মূলশব্দ:- ক্ষিপ্ত

১। আ + ক্ষিপ্ত = আক্ষিপ্ত
২। অধি + ক্ষিপ্ত = অধিক্ষিপ্ত
৩। অব + ক্ষিপ্ত = অবক্ষিপ্ত
৪। উৎ + ক্ষিপ্ত = উৎক্ষিপ্ত
৫। নি + ক্ষিপ্ত = নিক্ষিপ্ত
৬। প্র + ক্ষিপ্ত = প্রক্ষিপ্ত
৭। পরি + ক্ষিপ্ত = পরিক্ষিপ্ত
৮। প্রতি + ক্ষিপ্ত = প্রতিক্ষিপ্ত
৯। বি + ক্ষিপ্ত = বিক্ষিপ্ত
১০। সং/ সম + ক্ষিপ্ত = সংক্ষিপ্ত

শব্দার্থ :-

১। আক্ষিপ্ত = নিক্ষিপ্ত, বিক্ষিপ্ত।
২। অধিক্ষিপ্ত = নিন্দিত, তিরস্কৃত, অবজ্ঞাত।
৩। অবক্ষিপ্ত = বিক্ষিপ্ত, নিম্নে নিক্ষিপ্ত।
৪। উৎক্ষিপ্ত = ঊর্ধ্বে নিক্ষিপ্ত, উত্তোলিত।
৫। নিক্ষিপ্ত = ছুড়িয়া ফেলা বা ছড়ানো হইয়াছে এমন,
৬। প্রক্ষিপ্ত = নিক্ষিপ্ত, অন্তর্নিবেশিত।
৭। পরিক্ষিপ্ত = বিক্ষিপ্ত, পরিত্যক্ত।
৮। প্রতিক্ষিপ্ত = প্রেরিত, নিন্দিত, তিরস্কৃত।
৯। বিক্ষিপ্ত = এলোমেলো, অস্থির।
১০। সংক্ষিপ্ত = সংক্ষেপ করা হইয়াছে এমন, অল্পীকৃত।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3076081875746566/?app=fbl

উপসর্গ অভিধান ( ৩৫ )

* মূলশব্দ:- ক্ষেপণ

১। অব + ক্ষেপণ = অবক্ষেপণ
২। উৎ + ক্ষেপণ = উৎক্ষেপণ
৩। নি + ক্ষেপণ = নিক্ষেপণ
৪। প্র + ক্ষেপণ = প্রক্ষেপণ
৫। সং + ক্ষেপণ = সংক্ষেপণ

শব্দার্থ:-

১। অবক্ষেপণ = অধোনিক্ষেপণ রুপ কর্ম, নিন্দা, অপবাদ
২। উৎক্ষেপণ = ঊর্ধ্বে ক্ষেপণ।
৩। নিক্ষেপণ = নিক্ষেপ।
৪। প্রক্ষেপণ = প্রক্ষিপ্তকরণ, ভিতরে নিক্ষেপ ।
৫। সংক্ষেপণ =সংক্ষেপ করা, সংকোচন ।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3073860939301993/?app=fbl

উপসর্গ অভিধান ( ৩৪ )

* মূলশব্দ:- ক্ষেপ

১। আ + ক্ষেপ = আক্ষেপ
২। অধি + ক্ষেপ = অধিক্ষেপ
৩। অপ + ক্ষেপ = অপক্ষেপ
৪। অব + ক্ষেপ = অবক্ষেপ
৫। অভি + ক্ষেপ = অভিক্ষেপ
৬। উৎ + ক্ষেপ = উৎক্ষেপ
৭। নি + ক্ষেপ = নিক্ষেপ
৮। প্র + ক্ষেপ = প্রক্ষেপ
৯। পরি + ক্ষেপ = পরিক্ষেপ
১০। প্রতি + ক্ষেপ = প্রতিক্ষেপ
১১। বি + ক্ষেপ = বিক্ষেপ
১২। সং + ক্ষেপ = সংক্ষেপ

শব্দার্থ:-

১। আক্ষেপ = অঙ্গবিক্ষেপ,ক্ষোভ,মনস্তাপ।
২। অধিক্ষেপ = নিন্দা, ভর্ৎসনা।
৩। অপক্ষেপ = প্রত্যাখ্যান, নিম্নে ক্ষেপণ।
৪। অবক্ষেপ = বিক্ষেপ, নিম্নে ক্ষেপণ।
৫। অভিক্ষেপ = অভিমুখে নিক্ষেপ,অপমান, পরাভব।
৬। উৎক্ষেপ = ঊর্ধেব নিক্ষেপ।
৭। নিক্ষেপ = ক্ষেপণ,ছুড়িয়া ফেলা।
৮। প্রক্ষেপ = বিন্যাস, অন্তরে স্থাপন, ক্ষেপণ।
৯। পরিক্ষেপ = বিক্ষেপ, বর্জন, পরিত্যাগ।
১০। প্রতিক্ষেপ = ত্যাগ, তিরস্কার, নৈরাশ্য।
১১। বিক্ষেপ = ইতস্তত নিক্ষেপ, অস্থিরতা।
১২। সংক্ষেপ = ছোট করা, কমানো।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3071985402822880/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ৩২,৩৩)

* মূলশব্দ :- ক্রয়

১। নিঃ + ক্রয় = নিষ্ক্রয়
২। প্র + ক্রয় = প্রক্রয়
৩। পরি + ক্রয় = পরিক্রয়
৪। বি + ক্রয় = বিক্রয়

শব্দার্থ:-

১। নিষ্ক্রয় = ক্রয়,বিক্রয়,ভাড়া,প্রত্যুপকার।

২। প্রক্রয় = নির্দিষ্ট সময়ের জন্য উড়োজাহাজ, জলযান প্রভৃতি ভাড়ায় গ্রহণ।

৩। পরিক্রয় = বিক্রিত বস্তুর পুনঃক্রয়।

৪। বিক্রয় = বিক্রি,বেচা,মূল্যের বিনিময়ে স্বত্বত্যাগ।

# উপসর্গ অভিধান ( ৩৩ )

* মূলশব্দ:- ক্রীত

১। অ + ক্রীত = অক্রীত
২। প্র + ক্রীত = প্রক্রীত
৩। বি + ক্রীত = বিক্রীত

শব্দার্থ :-

১। অক্রীত = ক্রয় করা হয়নি এমন।
২। প্রক্রীত = বিমান,জলযান প্রভৃতি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া হয়েছে এমন।
৩। বিক্রীত = বিক্রয় করা হয়েছে এমন।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3066939093327511/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ৩১ )

* মূলশব্দ :- ক্রিয়া

১। অ + ক্রিয়া = অক্রিয়া
২। অপ + ক্রিয়া = অপক্রিয়া
৩। উপ + ক্রিয়া = উপক্রিয়া
৪। কু + ক্রিয়া = কুক্রিয়া
৫। দুঃ+ ক্রিয়া = দুষ্ক্রিয়া
৬। নিঃ/নি + ক্রিয়া = নিষ্ক্রিয়া
৭। প্র + ক্রিয়া = প্রক্রিয়া
৮। প্রতি + ক্রিয়া = প্রতিক্রিয়া
৯। বি + ক্রিয়া = বিক্রিয়া
১০। সু + ক্রিয়া = সুক্রিয়া

শব্দার্থ:-

১। অক্রিয়া = নিষ্ক্রীয়তা, অবৈধ বা শাস্ত্রবিরুদ্ধ কাজ।
২। অপক্রিয়া = কুকর্ম, অপকার।
৩। উপক্রিয়া = উপকার, সহায়তা।
৪। কুক্রিয়া = অসামাজিক বা অনৈতিক কাজ।
৫। দুষ্ক্রিয়া = কুকর্ম, পাপ।
৬। নিষ্ক্রিয়া = কর্মহীনতা।
৭। প্রক্রিয়া = কার্যসাধন গবেষণা প্রভৃতির প্রণালী।
৮। প্রতিক্রিয়া = ক্রিয়ার পরিণাম।
৯। বিক্রিয়া = বিকৃতি, বিকার।
১০। সুক্রিয়া = সৎকাজ, পূণ্যকর্ম।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3064503390237748/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ৩০ )

* মূলশব্দ :- ক্রান্ত

১। আ + ক্রান্ত = আক্রান্ত
২। অতি + ক্রান্ত = অতিক্রান্ত
৩। অনা + ক্রান্ত = অনাক্রান্ত
৪। অভি + ক্রান্ত = অভিক্রান্ত
৫। উপ + ক্রান্ত = উপক্রান্ত
৬। নিঃ/ নি + ক্রান্ত = নিষ্ক্রান্ত
৭। পরা + ক্রান্ত = পরাক্রান্ত
৮। বি + ক্রান্ত = বিক্রান্ত
৯। সং/ সম + ক্রান্ত = সংক্রান্ত

শব্দার্থ:-

১। আক্রান্ত = আক্রমণ করা হইয়াছে এমন, পীড়িত।
২। অতিক্রান্ত = লঙ্ঘিত, অতীত।
৩। অনাক্রান্ত = আক্রান্ত হয়নি এমন, অক্ষত ।
৪। অভিক্রান্ত = অভিক্রমণ, অভিক্রম।
৫। উপক্রান্ত = আরম্ভ হয়েছে এমন, আরধ্ব।
৬। নিষ্ক্রান্ত = বহির্গত, নির্গত।
৭। পরাক্রান্ত = পরাক্রমশালী, বলশালী, তেজী।
৮। বিক্রান্ত = পরাক্রান্ত, পরাক্রমশালী, শক্তিমান।
৯। সংক্রান্ত = সমপর্কিত, সংসৃষ্ট।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন।

 

# উপসর্গ অভিধান ( ২৯ )

* মূলশব্দ :- ক্রমণ

১। আ + ক্রমণ = আক্রমণ
২। অতি + ক্রমণ = অতিক্রমণ
৩। অনা + ক্রমণ = অনাক্রমণ
৪। অনু + ক্রমণ = অনুক্রমণ
৫। অভি + ক্রমণ = অভিক্রমণ
৬। উৎ + ক্রমণ = উৎক্রমণ
৭। নিঃ/নি + ক্রমণ = নিষ্ক্রমণ
৮। পরি + ক্রমণ = পরিক্রমণ
৯। সং/ সম + ক্রমণ = সংক্রমণ

শব্দার্থ:-

১। আক্রমণ = হিংসাবশে ক্ষতিসাধনার্থ অন্যের প্রতি বল প্রয়োগ।
২। অতিক্রমণ = অতিক্রম
৩। অনাক্রমণ = অনাগ্রাসন, আক্রমণহীন, অক্ষত।
৪। অনুক্রমণ = অনুসরণ,পারস্পর্য অনুসারে করণ।
৫। অভিক্রমণ = অভিযান, আক্রমণ।
৬। উৎক্রমণ = উর্ধবগমন, অপসরণ।
৭। নিষ্ক্রমণ = নির্গমন, বহির্গমন।
৮। পরিক্রমণ = ভ্রমণ
৯। সংক্রমণ = সংক্রান্তি, সঞ্চার ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3054362777918476/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ২৮ )

* মূলশব্দ :- ক্রম

১। অ + ক্রম = অক্রম
২। আ + ক্রম = আক্রম
৩। অতি + ক্রম = অতিক্রম
৪। অধি + ক্রম = অধিক্রম
৫। অনু + ক্রম = অনুক্রম
৬। অভি + ক্রম = অভিক্রম
৭। উপ + ক্রম = উপক্রম
৮। উৎ + ক্রম = উৎক্রম
৯। নিঃ/নি + ক্রম = নিষ্ক্রম
১০। পরা + ক্রম = পরাক্রম
১১। পরি + ক্রম = পরিক্রম
১২। প্রতি + ক্রম = প্রতিক্রম
১৩। বি + ক্রম = বিক্রম
১৪। সং/ সম + ক্রম = সংক্রম

শব্দার্থ:-

১। অক্রম = ধারাবাহিকতার অভাব,বিশৃঙ্খলা।
২। আক্রম = বলপূর্বক অতিক্রম, বিক্রম, আক্রমণ।
৩। অতিক্রম = পার হওয়া, লঙ্ঘন।
৪। অধিক্রম = আক্রমণ
৫। অনুক্রম = যথাক্রম, ক্রমান্বয়।
৬। অভিক্রম = যুদ্ধযাত্রা, আক্রমণ।
৭। উপক্রম = উদ্যোগ, চেষ্টা, আরম্ভ।
৮। উৎক্রম = ব্যতিক্রম, ক্রমভঙ্গ।
৯। নিষ্ক্রম = নিষ্ক্রমণ
১০। পরাক্রম = বল, বিক্রম, বীরত্ব।
১১। পরিক্রম = ভ্রমণ
১২। প্রতিক্রম = বিপরীত ক্রম।
১৩। বিক্রম = শক্তি, বল, প্রতাপ।
১৪। সংক্রম = সংক্রান্তি।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3045023912185696/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ২৭ )

* মূলশব্দ:- খ্যাত

১। অ + খ্যাত = অখ্যাত
২। কু + খ্যাত = কুখ্যাত
৩। প্র + খ্যাত= প্রখ্যাত
৪। পরি + খ্যাত = পরিখ্যাত
৫। বি + খ্যাত = বিখ্যাত
৬।সু + খ্যাত = সুখ্যাত

শব্দার্থ:-

১। অখ্যাত = অপ্রসিদ্ধ, নিন্দিত,নগন্য।
২। কুখ্যাত = বহু নিন্দিত, দুর্নামযুক্ত ।
৩। প্রখ্যাত = বিখ্যাত,প্রসিদ্ধ।
৪। পরিখ্যাত = বিশেষভাবে প্রসিদ্ধ।
৫। বিখ্যাত = প্রসিদ্ধ, বিশেষভাবে খ্যাত।
৬। সুখ্যাত = সুপরিচিত,ভালোভাবে প্রসিদ্ধ।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য:

পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3043187482369339/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ২৬ )

* মূলশব্দ :- গত

১। আ + গত = আগত
২। অধি + গত = অধিগত
৩। অনা + গত = অনাগত
৪। অনু + গত = অনুগত
৫। অপ + গত = অপগত
৬। অব + গত = অবগত
৭। অভি + গত = অভিগত
৮। উপ + গত = উপগত
৯। উপ + আ + গত = উপাগত
১০। উৎ+ গত= উদ্ গত
১১। দুর + গত = দুর্গত
১২। নির + গত = নির্গত
১৩। প্র + গত = প্রগত
১৪। প্রতি + গত = প্রতিগত
১৫। পরা + গত = পরাগত
১৬। বহির + গত = বহির্গত
১৭। বি + গত = বিগত
১৮। সং/সম + গত = সংগত
১৯। সম + আ + গত = সমাগত
২০। সু + গত = সুগত
২১। সু + আ + গত = স্বাগত

শব্দার্থ:-

১। আগত = উপস্থিত, আসিয়াছে এমন,প্রাপ্ত।
২। অধিগত = প্রাপ্ত,জ্ঞাত,শেখা হইয়াছে এমন।
৩। অনাগত = এখনো আসেনি,ভাবী।
৪। অনুগত = অধীন,আশ্রিত,মতানুবর্তী। ৫। অপগত = পলায়িত, প্রস্থিত।
৬। অবগত = জ্ঞাত,সংবাদপ্রাপ্ত।
৭। অভিগত = অভিমুখে বা সমীপে গত।
৮। উপগত = সমাগত,প্রাপ্ত,লব্ধ।
৯। উপাগত = অধিগত,অঙ্গিকৃত।
১০। উদ্ গত = উদ্ভূত,উৎপন্ন,উত্থিত।
১১। দুর্গত = বিপদগ্রস্থ, দরিদ্র।
১২। নির্গত = বহির্গত, নিঃসৃত।
১৩। প্রগত = আগে গমনকারী।
১৪।প্রতিগত = পরাবৃত্ত।
১৫। পরাগত = ব্যাপ্ত, যুক্ত, বিকশিত।

১৬। বহির্গত = বাহিরে গিয়াছে এমন, নির্গত।

১৭। বিগত = অতীত,প্রস্থিত,অপগত।
১৮। সংগত = যুক্তিযুক্ত,অনুযায়ী।
১৯। সমাগত = উপস্থিত,মিলিত,প্রত্যক্ষ। ২০। সুগত = সুন্দরগতিযুক্ত, বুদ্ধদেব।
২১। স্বাগত = শুভাগমন, আগমন শুভ হোক।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য:-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3028912953796792/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ২৫)

* মূল শব্দ:- কর্তা

১। অ + কর্তা = অকর্তা
২। অধি + কর্তা = অধিকর্তা
৩। অনু + কর্তা = অনুকর্তা
৪। উপ + কর্তা = উপকর্তা
৫। পরি + কর্তা = পরিকর্তা
৬। প্রতি + কর্তা = প্রতিকর্তা

শব্দার্থ:-

১। অকর্তা = কর্তা নয় এমন, অপ্রধান ।
২। অধিকর্তা = পরিচালক, প্রতিষ্ঠানের কার্যনির্বাহী আধিকারিক।
৩। অনুকর্তা = যে ব্যক্তি অনুকরণ করে, অনুকরণকারী ।
৪। উপকর্তা = উপকারক ।
৫। পরিকর্তা = যে পুরোহিত বড় অবিবাহিত থাকা অবস্থায় ছোট’র বিবাহ সমপাদন করে ।
৬। প্রতিকর্তা = প্রতিকারকারী, প্রতিশোধগ্রহণকারী ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন।

https://www.facebook.com/groups/640273622660749/permalink/3027279727293448/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ২৪)

* মূল শব্দ:- কর্মা

১। অ + কর্মা = অকর্মা
২। অধি + কর্মা = অধিকর্মা
৩। অপ + কর্মা = অপকর্মা
৪। কু + কর্মা = কুকর্মা
৫। দুঃ + কর্মা = দুষ্কর্মা
৬। নিঃ + কর্মা = নিষ্কর্মা
৭। পরি + কর্মা = পরিকর্মা
৮। সু + কর্মা = সুকর্মা
৯। নি + কর্মা = নিকর্মা

শব্দার্থ:-

১। অকর্মা = কাজের নয় এমন, অলস, কুকর্মকারী।
২। অধিকর্মা = অধ্যক্ষ
৩। অপকর্মা = অন্যায়কারী, ক্ষতিকর কাজ করে এমন, ।
৪। কুকর্মা = কুকর্মকারী
৫। দুষ্কর্মা = পাপাত্মা, কুকর্মকারী।
৬। নিষ্কর্মা = বেকার, অলস, কুঁড়ে।
৭। পরিকর্মা = প্রসাধক, পরিচারক।
৮। সুকর্মা = কর্মঠ, বিশ্বকর্মা।
৯। নিকর্মা = বেকার,অকর্মণ্য।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3026056930749061/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ২৩)

* মূল শব্দ:- কেশ

১। অ + কেশ = অকেশ
২। অতি + কেশ = অতিকেশ
৩। অধি + কেশ = অধিকেশ
৪। উপ + কেশ = উপকেশ
৫। সু + কেশ = সুকেশ

শব্দার্থ:-

১। অকেশ = কেশহীন, চুলবিহীন, ইন্দ্রলুপ্ত।
২। অতিকেশ = দীর্ঘ ও প্রচুর কেশবিশিষ্ট।
৩। অধিকেশ = পরচুলা, wig ।
৪। উপকেশ = কৃত্রিমচুল, পরচুলা ।
৫। সুকেশ = সুন্দর কেশবিশিষ্ট ।

ব্যতিক্রম:- নিকেশ যা “নিকাশ” এর কোমল রূপ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য :-

পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3024419150912839/?app=fbl

# উপসর্গ অভিধান (২২ )

* মূলশব্দ :- কর্ষণ

১। আ + কর্ষণ = আকর্ষণ।
২। অনা + কর্ষণ = অনাকর্ষণ
৩। অপ + কর্ষণ = অপকর্ষণ
৪। অভি + কর্ষণ = অভিকর্ষণ
৫। উৎ + কর্ষণ = উৎকর্ষণ
৬। প্র + কর্ষণ = প্রকর্ষণ
৭। বি + কর্ষণ = বিকর্ষণ
৮। সং + কর্ষণ = সংকর্ষণ

শব্দার্থ:-

১।আকর্ষণ = কোন কিছুর প্রতি টান বোধ, ঝোঁক।
২। অনাকর্ষণ = আকর্ষণের অভাব।
৩। অপকর্ষণ = অপসারণ,মোচন,অপহরণ।
৪। অভিকর্ষণ = ভূ কেন্দ্রাভিমুখে গমনকারী, কেন্দ্রাতিগ।
৫। উৎকর্ষণ = আকর্ষণ, অপসারণ।
৬। প্রকর্ষণ = উৎকর্ষ লাভের জন্য অনুশীলন।
৭। বিকর্ষণ = বিপরীত দিকে আকর্ষণ।
৮। সংকর্ষণ = প্রবল আকর্ষণ।

*** ধারাবাহিক চলবে…

* দ্রষ্টব্য: পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3022878254400262/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ২১ )

* মূলশব্দ: কণ্ঠ

১। অ + কণ্ঠ = অকণ্ঠ
২। আ + কণ্ঠ = আকণ্ঠ
৩। উপ + কণ্ঠ = উপকণ্ঠ
৪। উৎ + কণ্ঠ = উৎকণ্ঠ
৫। প্রতি + কণ্ঠ = প্রতিকণ্ঠ
৬। সু + কণ্ঠ = সুকণ্ঠ

শব্দার্থ:

১। অকণ্ঠ = অকাতর,অব্যাহত ।
২। আকণ্ঠ = গলা পর্যন্ত, সর্বতোভাবে ।
৩। উপকণ্ঠ = গ্রাম নগর প্রভৃতির প্রান্ত, উপান্ত ।
৪। উৎকণ্ঠ = উদগ্রীব,ব্যগ্র,অপেক্ষমাণ ।
৫। প্রতিকণ্ঠ = কণ্ঠসমীপে,প্রত্যেক কণ্ঠে

৬। সুকণ্ঠ = মধুর কণ্ঠ স্বরের অধিকারী।

*** ধারাবাহিক চলবে….

*দ্রষ্টব্যঃ
পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3020740941280660/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ২০ )

* মূলশব্দ: কথা

১। অ + কথা = অকথা
২। আ + কথা = আকথা
৩। অতি + কথা = অতিকথা
৪। উপ + কথা = উপকথা
৫। কু + কথা = কুকথা
৬। সু + কথা = সুকথা

শব্দার্থ:

১। অকথা = অনুচিত কথা, অশ্লীল কথা।
২। আকথা = খারাপ কথা,নিন্দা,গালি।
৩। অতিকথা = অতিরঞ্জন।
৪। উপকথা = রূপকথা,উপাখ্যান।
৫। কুকথা = কুৎসিত কথা বা অশ্লীল কথা।
৬। সুকথা = ভালো কথা, মিষ্টবচন।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্য :
পূর্বের যযাতি বা ( post ) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3018022841552470/?app=fbl

 

# উপসর্গ অভিধান (১৯)

* মূল শব্দ: কট

১। উৎ + কট = উৎকট
২। নি + কট = নিকট
৩। প্র + কট = প্রকট
৪। বি + কট = বিকট
৫। সং/ সম + কট = সংকট

শব্দার্থ:

১। উৎকট = তীব্র,প্রখর,উগ্র।
২। নিকট = কাছাকাছি,সন্নিহিত, সমীপ।
৩। প্রকট = বিশেষভাবে ব্যক্ত, স্পষ্ট, মূর্ত।
৪। বিকট = অদ্ভুদ ও ভীতিকর,বিশাল ও ভয়ংকর।
৫। সংকট = ঘোর বিপদ, সমস্যা,জটিলতা।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্যঃ
পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3015904675097620/?app=fbl

 

উপসর্গ অভিধান ( ১৮ )

* মূলশব্দ : কার্য

১। অ + কার্য = অকার্য
২। অনু + কার্য = অনুকার্য
৩। উপ + কার্য = উপকার্য
৪। কু + কার্য = কুকার্য
৫। প্রতি + কার্য = প্রতিকার্য
৬। বি + কার্য = বিকার্য

শব্দার্থ:

১। অকার্য = অকাজ,কুকাজ, বাজে কাজ।
২। অনুকার্য = অনুকরণযোগ্য।
৩। উপকার্য = উপকার লাভের উপযুক্ত।
৪। কুকার্য = অসৎকার্য, মন্দকার্য।
৫। প্রতিকার্য = প্রতিকার করার যোগ্য,প্রতিকরণীয়।
৬। বিকার্য = বিকার্যযোগ্য, পরিবর্তনীয়।

*** ধারাবাহিক চলবে….

* দ্রষ্টব্যঃ
পূর্বের যযাতি বা (post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3014091815278906/?app=fbl

 

# উপসর্গ অভিধান ( ১৬, ১৭ )

* মূলশব্দ: কুল

১। অ + কুল = অকুল
২। আ + কুল = আকুল
৩। অনা + কুল = অনাকুল
৪। সং/সম + কুল = সংকুল
৫। বি + আ + কুল = ব্যাকুল

শব্দার্থ:

১। অকুল = নীচ বংশ,মর্যাদাহীন বংশ, ছোট জাত
২। আকুল = ব্যাকুল, অস্থির, উৎকন্ঠিত।
৩। অনাকুল = অব্যাকুল, শান্ত, ধীর।
৪। সংকুল = সমাকীর্ণ, মিশ্রিত, সংকীর্ণ।
৫। ব্যাকুল = অস্থির, শান্ত নয় এমন।

# উপসর্গ অভিধান ( ১৭ )

* মূলশব্দ: কূল

১। অ + কূল = অকূল
২। অনু + কূল = অনুকূল
৩। উপ + কূল = উপকূল
৪। প্রতি + কূল = প্রতিকূল

শব্দার্থ:

১। অকূল = অপার, অসীম।
২।অনুকূল = সহায়, সমর্থনকারী, সদয়।
৩।উপকূল = নদী তীরের নিকটবর্তী স্থান।
৪। প্রতিকূল = বিরুদ্ধ, বিপরীত, বিপক্ষ ।

*** ধারাবাহিক চলবে…

*দ্রষ্টব্যঃ
পূর্বের যযাতি বা ( post) পেতে নিচের লিংক দেখুন। https://www.facebook.com/groups/640273622660749/permalink/3011583878863033/?app=fbl

Language
error: Content is protected !!