রাশেদ রাহাত
প্রতিদিন ২০টি করে ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখুন। আজকের সাবজেক্ট: “Parts of the Body”/ ধারাবাহিক
01. Abdomen (অ্যাবডোমেন্) – পেট।

02. Arm (আর্ম) – বাহু।
03. Blotch (ব্লচ) – আঁচিল।
04. Bowels (বোওয়েলস্) -নাড়ি ভুড়ি।
05. Breast (ব্রেস্ট) – স্তন।
06. Buttock/Butt (বাটক্) – পাছা, নিতম্ব।
07. Cheek (চিক্) – গাল।
08. Fore-head (ফোর-হেড) – কপাল।
09. Lap (ল্যাপ) – কোল।
10. Navel (নেভেল) – নাভি।
11. Palm (পাম) – হাতের তালু।
12. Toe (টো) -পায়ের আঙ্গুল।
13. Wrist (রিস্ট) – কব্জি।
14. Waist (ওয়েস্ট) – কোমর।
15. Moustache (মুসটাচ্) – গোঁফ/ মোচ।
16. Fist (ফিস্ট) – হাতের মুষ্টি।
17. Eye-lid (আই-লিড) – চোখের পাতা।
18. Neck (নেক) – ঘাড়।
19. Skeleton (স্কেলিটন) – কঙ্কাল।
20. Throat (থ্রোট্) – গলা।
কমন কতগুলো শব্দ যেমন, Eye, Mouth, hand এগুলোর বাহিরেও আরও অনেক শব্দ আছে যার ইংরেজিটা আমরা চর্চাতে রাখিনা। যেমনঃ Butt, Fist, lap। তাই এভাবেই এই সিরিজের ধারাবাহিকতা থাকবে। আজ “অঙ্গপ্রত্যঙ্গে” নিয়ে হলো। কাল অন্য কিছু নিয়ে। ধারাবাহিকতা থাকবে।
সূত্র: Parts of the Body, রাশেদ রাহাত, শুদ্ধ বানান চর্চা(শুবাচ)।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা