Rashed Rahat
প্রতিদিন ২০টি করে ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখুন। আজকের সাবজেক্ট: Relatives- আত্মীয় স্বজন।
01. Aunt/Auntie (আন্ট/আন্টি) – মামি/কাকী/খালা/ফুফু/মাসি

02. Ancestor (এন্সেস্টর) – পূর্ব-পুরুষ।
03. Bride (ব্রাইড) – কনে।
04. Bride-Groom (ব্রাইড-গ্রুম) – বর।
05. Co-wife (কো-ওয়াইফ) – সতীন(সহ-স্ত্রী)
06. Dependent (ডিপেনডেন্ট) – প্রতিপালিত ব্যাক্তি।
07. Descendent (ডিসেন্ড্যান্ট) – বংশধর।
08. Enemy/ Foe(এনিমি/ ফো) – শত্রু।
09. Heir (এয়ার) – উত্তরাধিকারী।
10. Infant (ইন্-ফ্যান্ট) – শিশু।
11. KinsMan (কিন্-স্-ম্যান) – জ্ঞাতী/ স্বজন।
12. Maternal Aunt (ম্যাটারন্যাল-আন্ট্) – খালা/মামী।
13. Maternal Uncle (ম্যাটারন্যাল-আঙ্কেল) – মামা।
14. Mid-wife (মিড- ওয়াইফ্) – ধাত্রী।
15. Preceptor (প্রিসেপ্টর) – গুরু।
16. Widow (উইডো) – বিধবা।
17. Niece (নীস্) – ভাইজি/ ভাগ্নি।
18. Nephew (নেফিউ) – ভাইপো/ ভাগ্নে।
19. Wet-nurse (ওয়েট নার্স)) -দুধমাতা।
20. Bustard Son (বাস্টার্ড সন) – জারজ সন্তান।
“Wonderful” অর্থ চমৎকার আমরা জানি। কিন্তু, “A1” অর্থ যে চমৎকার তা কি আপনি জানেন? তাই এভাবেই এই সিরিজের ধারাবাহিকতা থাকবে। কমন শব্দগুলোর পাশে কিছু আনকমন শব্দ ব্যবহার করা শিখুন। আমার সাথে থাকুন।
Relatives আত্মীয় স্বজন: ২য় পর্ব।
01. Aunt/Auntie (আন্ট/আন্টি) – মামি/কাকি/খালা/ফুফু/মাসি
02. Ancestor (এন্সেস্টর) – পূর্ব-পুরুষ।
03. Bride (ব্রাইড) – কনে।
04. Bride-Groom (ব্রাইড-গ্রুম) – বর।
05. Co-wife (কো-ওয়াইফ) – সতীন(সহ-স্ত্রী)
06. Dependent (ডিপেনডেন্ট) – প্রতিপালিত ব্যক্তি।
07. Descendent (ডিসেন্ড্যান্ট) – বংশধর।
08. Enemy/ Foe(এনিমি/ ফো) – শত্রু।
09. Heir (এয়ার) – উত্তরাধিকারী।
10. Infant (ইন্-ফ্যান্ট) – শিশু।
11. KinsMan (কিন্-স্-ম্যান) – জ্ঞাতী/ স্বজন।
12. Maternal Aunt (ম্যাটারন্যাল-আন্ট্) – খালা/মামী।
13. Maternal Uncle (ম্যাটারন্যাল-আঙ্কেল) – মামা।
14. Mid-wife (মিড- ওয়াইফ্) – ধাত্রী।
15. Preceptor (প্রিসেপ্টর) – গুরু।
16. Widow (উইডো) – বিধবা।
17. Niece (নীস্) – ভাইজি/ ভাগ্নি।
18. Nephew (নেফিউ) – ভাইপো/ ভাগ্নে।
19. Wet-nurse (ওয়েট নার্স)) -দুধমাতা।
20. Bustard Son (বাস্টার্ড সন) – জারজ সন্তান।
“Wonderful” অর্থ চমৎকার আমরা জানি। কিন্তু, “A1” অর্থ যে চমৎকার তা কি আপনি জানেন? তাই এভাবেই এই সিরিজের ধারাবাহিকতা থাকবে। কমন শব্দগুলোর পাশে কিছু আনকমন শব্দ ব্যবহার করা শিখুন। আমার সাথে থাকুন।
সূত্র: Words for every day: Relatives: General Knowledge, Rashed Rahat, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।
Words for every day: Relatives2: General Knowledge, Rashed Rahat, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক