বাংলা সাহিত্যে প্রথম ও প্রধান: বিসিএস বাংলা: প্রিলি ও ভাইভা

ড. মোহাম্মদ আমীন

বাংলা সাহিত্যে প্রথম ও প্রধান: বিসিএস বাংলা: প্রিলি ও ভাইভা

গদ্য আছে এমন একটি পুরাণ
রামাই পণ্ডিত রচিত ‘শুণ্য পুরাণ’ গ্রন্থে কিছু গদ্য আছে। তবে গদ্য হলেও গদ্যগুলো অনেকটা ছড়ার মতো। তবু এগুলোকে বাংলা পুরাণের গদ্য বলা হয়।

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ
রঙ্গলালের ‘পদ্মিনী উপন্যাস’ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ। উল্লেখ্য রঙ্গলাল ওমর খৈয়ামের কবিতা রুবাইয়াতের বঙ্গানুবাদও করেছিলেন।

আলাওলের শেষ কাব্যগ্রন্থ
সেকান্দরনামা’ কবি আলাওলের শেষ কাব্যগ্রন্থ। এটি আলাওলের ষষ্ঠ গ্রন্থ। গ্রন্থটি নিজামী গঞ্জভির ফারসি গ্রন্থ ‘সেকান্দরনামা’রঅনুবাদ। আরাকানরাজ চন্দ্রসুধর্মার আমাত্য নবরাজ মজলিসের অভিপ্রায় ও আদেশে ১৬৭৩ (মতান্তরে ১৬৭২ খ্রিষ্টাব্দ ) খ্রিষ্টাব্দে আলাওল গ্রন্থটি রচনা করেন। আলাওল বাংলা ও ব্রজবুলিতে বৈষ্ণব পদাবলিও রচনা করেছিলেন।

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্যগ্রন্থ
মাইকেল মধুসূদনের ‘তিলোত্তমা সম্ভব’ বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্যগ্রন্থ।

আগামী প্রকাশনী

আধুনিক জীবনের মহাকাব্য শ্রেষ্ঠ কাব্যোপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখেরবালি’ উপন্যাসকে আধুনিক জীবনের মহাকাব্য বলা হয়। ‘শেষের কবিতা’ তাঁর শ্রেষ্ঠ কাব্যোপন্যাস।

রবীন্দ্র সংগীত প্রচার নিষিদ্ধকরণ
১৯৬৭ খ্রিষ্টাব্দের ২২ শে জুন পাকিস্তান সরকার রেডিও পাকিস্তান হতে রবীন্দ্র সঙ্গীত প্রচার নিষিদ্ধ ঘোষণা করে।

বাংলা সাহিত্যে প্রথম তুলনামূলক কাব্য সমালোচক
রঙ্গলাল বন্দোপাধ্যায় (১৮১৭-১৮৮৭ খ্রিষ্টাব্দ ) রচিত ‘বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ’ বাংলা সাহিত্যে প্রথম তুলনামূলক কাব্য সমালোচনা গ্রন্থ। গ্রন্থটিতে ইংরেজি ভাষার সঙ্গে বাংলা ভাষার তুলনামুলক আলোচনা করে বাংলা ভাষার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা হয়েছে।

উনিশ শতকের শ্রেষ্ঠ মহিলা কবি
ঊনিশ শতকের শ্রেষ্ঠ মহিলা কবি কামিনী রায়। তাঁর প্রথম কাব্য ‘আলো ও ছায়া’।

বাংলা সাহিত্যের ছন্দের রাজা ছন্দের যাদুকর
সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যের ছন্দের রাজা এবং ছন্দের যাদুকর বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এ উপাধি প্রধান করেন।

সূত্র: বাংলা সাহিত্য ও ভাষা আন্দোলনের ইতিহাস, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী।

#subach

Leave a Comment

You cannot copy content of this page


Casibom