অত্যল্প, কিন্তু অত্যাচার: অত্যল্প শব্দের বানানে আ-কার নেই, কিন্তু অত্যাচার, অত্যাধুনিক, অত্যাশ্চর্য, অত্যাসক্তি ও অত্যাসন্ন প্রভৃতি শব্দের বানানে আ-কার দিতে হবে। অত্যুক্তি, অত্যুজ্জ্বল, অত্যুৎকৃষ্ট প্রভৃতি শব্দের বানানে ত্য-য়ে আ-কার নেই।
অটবি, কিন্তু বিটপী : ‘অটবি’ শব্দটি শুনতে বিদেশি বিদেশি মনে হলেও আসলে এটি সংস্কৃত শব্দ। যার ব্যুৎপত্তি — √অট্+অবি। বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘অটবি’ শব্দের অর্থ — বন, অরণ্য, বৃক্ষ। ‘বিটপী’ সংস্কৃত শব্দ। এর অর্থ — অটবি, অরণ্য, বন প্রভৃতি।
অগ্রিয় : ‘অগ্রিয়’ শব্দের অর্থ বিশেষণে —প্রধান, শ্রেষ্ঠ, প্রথম, উত্তম, অগ্রিম, অগ্রবিষয়ক প্রভৃতি। শব্দটি ‘ঈ-প্রত্যয়’-যুক্ত মনে হলেও আসলে তা নয়। সংস্কৃত ‘অগ্রিয়’ শব্দের ব্যুৎপত্তি — অগ্র+ইয়্। এর বানানে ‘ঈ-কার’ হবে না। প্রসঙ্গত, ‘অগ্রিয় প্রদান’ শব্দ-জোড়েরর অর্থ বিশেষ্যে— অগ্রিম প্রদান, দাদন। ‘অগ্রিয় প্রদান’ ফাঁক রেখে লেখা বিধেয়।
ফাউ: