টুপি মসজিদ পাঞ্জাবি, আদিনা ও আদিনা মসজিদ: উৎস অর্থ এবং প্রয়োগ

টুপি মসজিদ পাঞ্জাবি, আদিনা ও আদিনা মসজিদ: উৎস অর্থ এবং প্রয়োগ

ড. মোহাম্মদ আমীন

টুপি, মসজিদ, পাঞ্জাবি—এগুলো কোন ভাষা থেকে বাংলায় এসেছে? এগুলোর আভিধানিক অর্থ কী? আদিনা মসজিদ কী? এর অর্থ জানতে চাই।
  • টুপি (দেশি):  এটি দেশি শব্দ। সাঁওতালি বা মুন্ডারি ভাষা থেকে বাংলায় এসেছে।
  • পাঞ্জাবি: ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে।
  • মসজিদ: আরবি ভাষা থেকে বাংলায় এসেছে।
স্মর্তব্য, ‘টুপি’ অর্থ (বিশেষ্যে) মাথায় ধারণের আস্ত্ররণবিশেষ, শিরস্ত্রাণ। ‘পাঞ্জাবি’ অর্থ (বিশেষ্যে) হাতের তালু পর্যন্ত বিস্তৃত আস্তিনবিশিষ্ট ঢিলা জামাবিশেষ, কামিজ। ২. পঞ্জাবের ভাষা বা অধিবাসী। (বিশেষণে) পঞ্জাবে উৎপন্ন, পঞ্জাবসম্বন্ধীয়। ‘মসজিদ’ অর্থ (বিশেষ্যে) ইসলাম ধর্মের অনুসারীদের প্রার্থনাগৃহ (‘‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই”: নজরুল)।
আদিনা: ফারসি আদিনা শব্দের অর্থ শুক্রবার। আদিনা মসজিদ অর্থ: যে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। উপমহাদেশে ‘আদিনা’ নামের অনেক মসজিদ আছে। তবে, প্রথম আদিনা মসজিদ মালদহে অবস্থিত। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে সুলতান সিকান্দার শাহের পৃষ্ঠপোষকতায় ১৩৬৯ খ্রিষ্টাব্দে নির্মিত। এটি ছিল তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ।
সূত্র:
আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৬
কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরীপাবলিকেশন্স লি.

Leave a Comment

You cannot copy content of this page


CasibomCasibom