দোয়া দুয়া; ভুঁই ভুঁইয়া ভূঞা ভূঁঞা ভূঁইঞা; পতাকাবিদ্যা বনাম ভেক্সিলিলোজি

দোয়া দুয়া; ভুঁই ভুঁইয়া ভূঞা ভূঁঞা ভূঁইঞা; পতাকাবিদ্যা বনাম ভেক্সিলিলোজি

ড. মোহাম্মদ আমীন

দোয়া ও দুয়া

বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আরবি ‘দোয়া’ ( উচ্চারণ: দোআ) শব্দের অর্থ প্রার্থনা, আশীর্বাদ, মঙ্গলকামনা প্রভৃতি।দুয়া একটি আঞ্চলিক শব্দ। এর সঙ্গে দোয়া শব্দের কোনো সম্পর্ক ও মিল নেই। চট্টগ্রাম অঞ্চলে দুয়া’ শব্দটি দুটি(দুইটি) অর্থ প্রকাশে ব্যবহার করা হয়।

ভুঁই ভুঁইয়া ভূঞা ভূঁঞা ভুঁইয়া ভূঁইঞা

ভুঁইসংস্কৃত ভূমি থেকে উদ্ভূত ভুঁই অর্থ ভূমি, চাষের জমি (রবীন্দ্রনাথের ভাষায়: শুধু বিঘে দুই ছিলো মোর ভুঁই- – -। বিদেশবিভুঁই।

ভুঁইয়াবাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ভৌমিক থেকে উদ্ভূত খাঁটি বাংলা শব্দ ভুঁইয়া অর্থ বিশেষ্যে প্রাচীন জমিদার বা সামন্তরাজ, ভূস্বামী ( যেমন: বারোভুঁইয়া); পদবিবিশেষ। তবে নাম বা নামের অংশ হিসেবে ভূইয়া, ভুঁইয়া, ভূঁইয়া, ভুঞা, ভূঞা, ভূঁঞা প্রভৃতি বানান দেখা যায়। এসব বানান নামধারীর নাম বা নামের অংশ হিসেবে ব্যক্তিগত নামশব্দ। এর সঙ্গে প্রমিত বানানের কোনো সম্পর্ক নেই। প্রমিত বানান একটাই: ভুঁইয়া

ভেক্সিলিলোজি

পতাকাবিষয়ক অধ্যয়নকে ভেক্সিলিলোজি (vexillology) বা পতাকাবিদ্যা বলা হয়। লাতিন ভাষায় ভেক্সিলাম (vexillum) অর্থ পতাকা। ইংরেজি ভাষায় এটাকে বলা হয় ফ্ল্যাগ।

  • ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • পৌরাণিক শব্দের উৎস ও ক্রমবিবর্তন, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • নিমোনিক প্রমিত বাংলা বানান অভিধান, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • চন্দ্রবিন্দুর গতি-প্রকৃতি, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

Leave a Comment

You cannot copy content of this page