ম-ম বনাম মম: মম চিত্তে

ড. মোহাম্মদ আমীন

ম-ম বনাম মম: মম চিত্তে

: বাক্যে অব্যয় হিসেবে ব্যবহৃত  অর্থ— গন্ধে আমোদিত এমন ভাব। বিশেষণে ম-ম শব্দের অর্থ— গন্ধে আমোদিত।

ফুলের গন্ধে - করছে চারদিক।
- গন্ধ,
ইচ্ছেমতো পোলাও খাব দরজা করে বন্ধ।

মম:মম’ হচ্ছে সংস্কৃত অস্মদ্‌ শব্দের ষষ্ঠী বিভক্তির প্রথমার রূপ। বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত মম অর্থ— আমার। মম শব্দটি কাব্যে ব্যবহৃত হয়। গদ্য রচনায় আদৌ এর ব্যবহার নেই।

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে (রবীন্দ্রনাথ)।
মম একহাতে বাঁকা বাঁশের বাশঁরী, আর হাতে রণতূর্য (নজরুল)

প্রয়োগ:

“ম-ম গন্ধে, স্নিগ্ধ এই সন্ধে
মম হাতে হাত রেখে প্রিয় মোর বন্ধে।”

#subach

 

Leave a Comment

You cannot copy content of this page