আকাশ পাতাল না কি আকাশপাতাল

ড. মোহাম্মদ আমীন

আকাশ পাতাল না কি আকাশপাতাল

আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে – – -। ‘আকাশ পাতাল’ নয়, আকাশপাতাল। আধুনিক বাংলা অভিধানমতে, আকাশপাতাল শব্দই প্রমিত। কেন তা নিচে নিমোনিক বিধিতে দেখুন—
.
সাধারণ বিধি: সমাসবদ্ধ হলে ‘আকাশ’ শব্দটি সাধারণত ক্রিয়া বা ক্রিয়াবিশেষ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট শব্দ/পদ বা শব্দাংশের সঙ্গে সেঁটে বসবে। যেমন: আকাশকুসুম, আকাশচারী, আকাশচিত্র, আকাশচুম্বী, আকাশছোঁয়া, আকাশজাত, আকাশদীপ, আকাশদুহিতা, আকাশপট, আকাশপথ, আকাশপ্রদীপ, আকাশবিহার, আকাশভ্রমণ, আকাশকণ্ডল, আকাশযান, আকাশযুদ্ধ প্রভৃতি।
.
বাক্য: আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি –
বিশেষ বিধি: তবে আকাশ শব্দের পর ক্রিয়া বা ক্রিয়াবিশেষ্য কিংবা ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট শব্দ বা পদ থাকলে তা ফাঁক রেখে বসবে। যেমন: আকাশ থেকে পড়া, আকাশ ধরা, আকাশ ভেঙে পড়া, আকাশ হাতে পাওয়া, আকাশে তোলা প্রভৃতি।
.
বাক্য: আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে – – -।
এখানে মেঘ শব্দটি ঢাকা ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। তাই আকাশ শব্দের সঙ্গে সেঁটে না বসে পৃথক বসেছে।

উৎস: নিমোনিক প্রমিত বাংলা বানান অভিধান, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

#subach

Leave a Comment

You cannot copy content of this page