ড. মোহাম্মদ আমীন
******
অংক নয়, অঙ্ক। তেমনি : অঙ্কন, অঙ্কুর, অঙ্গ।
অংশীদারিত্ব নয়, অংশীদারত্ব
অকষ্মাৎ নয়, অকস্মাৎ
অচিন্ত্যনীয় নয়, অচিন্তনীয়
অন্তর্ভূক্ত নয়, অন্তর্ভুক্ত
০০০
আঙ্গুল নয়, আঙুল (কিন্তু অঙ্গুলি।)
আতংক নয়, আতঙ্ক
আমদানী নয়, আমদানি
আদ্র নয়, আর্দ্র
আস্তাকুঁড় নয়, আঁস্তাকুড়
০০০
ইতিপূর্বে নয়, ইতঃপূর্বে (তবে ইতিপূর্বে অশুদ্ধ প্রয়োগ হিসেবে প্রচলিত)।


ইত্যকার নয়, ইত্যাকার
ইদানিং নয়, ইদানীং
ইয়ত্ত্বা নয়, ইয়ত্তা
০০০
উচিৎ নয়, উচিত (কিন্তু যাবত নয়, যাবৎ)
উচ্চস্বরে নয়, উচ্চৈঃস্বরে/ উচ্চ স্বরে
ঊনিশ নয়, উনিশ (কিন্তু ঊনবিংশ)
উপরোক্ত নয়, উপর্যুক্ত বা উপরিউক্ত
উপলক্ষ নয়, উপলক্ষ্য (তেমনি উপলক্ষ্যে)
০০০
একটি মাত্র নয়, একটিমাত্র
একভূত নয়, একীভূত
এক্ষুণি নয়, এক্ষুনি
এতদ্বারা নয়, এতদ্দ্বারা (দ্দ+ব)
এতৎউদ্দেশ্যে নয়, এতদুদ্দেশ্যে (তেমনি এতদুপলক্ষ্যে)
এতদ্সত্ত্বেও নয়, এতৎসত্ত্বেও
Total Page Visits: 488 - Today Page Visits: 1