জয়ন্তী ও পূর্তি: কত বছরে কত জয়ন্তী, কত বছরে কত পূর্তি

ড. মোহাম্মদ আমীন

জয়ন্তী ও পূর্তি: কত বছরে কত জয়ন্তী, কত বছরে কত পূর্তি

জয়ন্তী কী? ইংরেজি Jubilee শব্দের অর্থ জয়ন্তী।  জয়ন্ত বলতে বোঝায় দেবরাজ  ইন্দ্রের পত্মী শচীদেবীর গর্ভজাত পুত্র, শিব, ভীমের ছদ্মনাম প্রভৃতি। প্রাচীন সাহিত্যে দেবী দুর্গা, দেবরাজ ইন্দ্রের কন্যা, শ্রীকৃষ্ণের  জন্মতিথি প্রভৃতি প্রকাশে জয়ন্তী শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। পরে শ্রীকৃষ্ণের  জন্মতিথি অনুষঙ্গে  জয়ন্তী শব্দের  অন্যতম অর্থ করা হয়েছে:  বরেণ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উলক্ষ্যে পালনীয় উৎসব প্রভৃতি।  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে,  বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত জয়ন্তী শব্দের অর্থ দেবী দুর্গা, দেবরাজ ইন্দ্রের কন্যা, পতাকা, শ্রীকৃষ্ণের  জন্মতিথি, বরেণ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পালনীয় উৎসব প্রভৃতি।  জয়ন্তী সর্বদা পূর্ব পদের সঙ্গে সেঁটে বসে।এবার জেনে নিন সারা বিশ্বে অনুষ্ঠিত উল্লেখযোগ্য জয়ন্তীদের:

১। ১৫ বছর পূর্তিকে বলা হয়: স্ফটিকজয়ন্তী (Crystal Jubilee)

২। ২৫ বছর পূর্তিকে বলা হয়: রজতজয়ন্তী (Silver Jubilee)

৩। ৩৫ বছর পূর্তিকে বলা হয়: প্রবালজয়ন্তী (Coral Jubilee)

৪। ৪০ বছর পূর্তিকে বলা হয়: রুবিজয়ন্তী (Ruby Jubilee)

৫। ৫০ বছর পূর্তিকে বলা হয়: সুবর্ণজয়ন্তী / স্বর্ণজয়ন্তী (Golden Jubilee)

৬। ৬০ বছর পূর্তিকে বলা হয়: হীরকজয়ন্তী(Diamond Jubilee)

৭। ৬৫ বছর পূর্তিকে বলা হয়: নীলাজয়ন্তী (Sapphire Jubilee / Blue Jubilee)

৮। ৭৫ বছর পূর্তিকে বলা হয়: প্লাটিনামজয়ন্তী (Platinum Jubilee)

৯। ১০০ বছর পূর্তিকে বলা হয়: শতবর্ষ (Centenary jubilee)

১০। ১৫০ বছর পূর্তিকে বলা হয়: সার্ধশত (Sesquicentennial)

১১। ২০০ বছর পূর্তিকে বলা হয়: দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)

উৎস: কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

You cannot copy content of this page