আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার

আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার

ড. মোহাম্মদ আমীন

ছফা ঢাকায় আসার পর থেকে অনেক দিন অন্যের আশ্রয়ে থেকেছেন। আচরণিক স্পর্শকাতরতার কারণে কেউ তাঁকে বেশিক্ষণ সহ্য করতে পারতেন না। দরিদ্র পিতার কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগও ছিল না। একসময় তিনি আশ্রয়হীন হয়ে পড়েন। থাকা-খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল। অনোন্যপায় ছফা, বিভিন্ন প্রকাশনা সংস্থায় গিয়ে প্রুফ দেখার কাজ শুরু করে দিলেন।
তখন ফর্মা প্রতি কত টাকা দেওয়া হতো? আমি প্রশ্ন করলাম।
আবুল কাসেম ফজলুল হক স্যার বললেন, তিন বার প্রুফ দেখলে সাড়ে তিন আনা পারিশ্রমিক দেওয়া হতো।
থাকতেন কোথায়?
দুই বছর ছিলেন আমার রুমে। যাই হোক, এমন আর্থিক দুরবস্থাতেও ছফা সুযোগ পেলে বিয়ে করার জন্য পরিচিত মেয়েদের কোনো রাখঢাক ছাড়াই অনুরোধ করে বসতেন। ছফা বলে বেড়াতেন— “শামীম সিকদার, সুরাইয়া খানম, নার্গিস আক্তার এমনকি মালেকা বেগমের মতো স্মার্ট মেয়েও আমাকে বিয়ে করতে চাইছেন।”
আসলে কি ঠিক?
না। কেউ তাঁকে বিয়ে করতে চা্ইতেন না, বরং ছফার প্রস্তাবে বিরক্ত হতেন এবং কেউ কেউ অপমান বোধ করতেন।

একদিন ছফা, শামীম শিকদারকে নিয়ে গেলেন আবুল কাসেম ফজলুল হক স্যারের বাসায়।
কী ব্যাপার? আবুল কাসেম ফজলুল হক স্যার জানতে চাইলেন।
ছফা বললেন, শামীম সিকদার আমাকে বিয়ে করতে চাইছে, বিয়ে করার জন্য নিয়ে এলাম।
আমার বাসায় কেন?
আমার থাকার জায়গা নেই। বিয়ে করে আপনার বাসায় থাকব। থাকতে দিতে হবে।
আবুল কাসেম ফজলুল হক স্যার বললেন, এক মাস থাকতে দিতে পারি, তবে একটা শর্ত আছে।
কী শর্ত? ছফা জানতে চাইলেন।
আবুল কাসেম ফজলুল হক স্যার বললেন, আগে বিয়েটা রেজিস্ট্রি করতে হবে। কাজির প্রয়োজন। তারপর থাকাথাকি। আপনি কাজি নিয়ে আসুন।
ছফা কাজি আনার জন্য চলে গেলেন।
তারপর? আমি জানতে চাইলাম।
ছফা চলে যাবার কিছুক্ষণ পর শামীম সিকদারও চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, আমি যাচ্ছি।
বিয়ে?
শামীম শিকদার হেসে বললেন, একটু মজা করলাম ছফা ভাইয়ের সঙ্গে। তিনি যেখানে সেখানে বিরক্ত করেন- সবাইকে বলে বেড়ান, আমি নাকি তাঁকে বিয়ে করার জন্য পাগল। আসলে, ছফা ভাই হিউম্যান বিহেভিয়ারে দুর্বল।
তারপর কী হলো?
শামীম সিকদার চলে গেলেন। ছফাও আর ফিরলেন না। এখানেই বিয়ে শেষ। জীবনে তিনি আর বিয়েই করতে পারলেন না।চিরকুমার অবস্থায় ত্যাগ করলেন পৃথিবী।
সূত্র: অর্হণা, ড. মোহাম্মদ আমীন,  

Leave a Comment

You cannot copy content of this page


Casibom