কি কী; কেন কেনো; কীভাবে, কী ভাবে; কিনা, কি না; নাকি, না কি: কখন কোনটি: শুদ্ধ-অশুদ্ধ

কি কী; কেন কেনো; কীভাবে, কী ভাবে; কিনা, কি না; নাকি, না কি: কখন কোনটি: শুদ্ধ-অশুদ্ধ

১. তুমি কী করছ?
২. খাচ্ছি, তুমি কি খেয়েছ?
৩. হ্যাঁ, ছেলের প্রশ্নে বাবা বললেন।
৪. কী খেয়েছ?
৫. ভাত। খোকা, তুমি কি আমার সঙ্গে একটু বাজারে যাবে?
৬. কীভাবে যাবে, ড্রাইভার তো এখনও আসেনি। বাজারে গেলে মা কী ভাবে কী জানি।
৭. বাজার তো কাছেই, হেঁটেই যেতে পারি, নাকি তুমি কী বলো?
৮. তুমি বাজারে গেলে মা তোমার সম্পর্কে কী বলে জান?
৯. কী বলে?
১০. তুমি নাকি ঠকা মিয়া, দরদামও নাকি করতে জান না। মায়ের কথা ঠিক না কি বাবা?
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

১১. কেন, কেন তোমার মা এমন কথা বলে?

১২. তুমি পচা মাছ কেনো
১৩. কী আশ্চর্য!
১৪. বাবা, তুমি পচা মাছ কেনো কেন?
১৫. আমার সম্পর্কে আর কী বলে তোমার মা?
১৬. মা নাকি তোমার সঙ্গে আর থাকবে না।
১৭. আমি কী করলাম?
১৮. তুমি নাকি কিপটে। তোমার মতো কৃপণ নাকি আর হয় না। মাকে এক দিনের জন্যও শান্তি দাও-নি কিনা
১৯. “তোমার মায়ের জন্য কী না করলাম, তবু বলে কিপটে, হায়রে কী পোড়া কপাল আমার! তোমার মা কখন কী যে বলে বুঝি না।” এটুকু বলে বাবা গুনগুন শুরু করে দিলেন মনে মনে— কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই- – – ৷
২০. গুনগুন শেষ করে বাবা ছেলেকে বলল, তোমার মা আমাকে নিয়ে আর কী ভাবে?
২১. কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।” মা না, আসলেই তোমাকে খুব ভালোবাসে, ঠিক দেশের মতো। এটি কি তুমি জান বাবা?
২২. জানি বইকি
২৩. এ কি সত্য সকলই সত্য, হে আমার চির ভক্ত।
২৪, এ কী?
২৫. রবীন্দ্রসংগীত।
(এটুকু পড়ার পর যদি প্রয়োগ বুঝে যান তাহলে নিচেরগুলি পড়ার প্রয়োজন নেই। তার চেয়ে বরং আমার লেখার ভুল ধরে ত্রুটিমুক্তীকরণে সহায়তা করুন। আমি একবার কোনো লেখা, লেখার পর পুনারায় দেখতে পারি না। তাই প্রচুর ভুল থেকে যায় বানানে। শেয়ার করুন ইচ্ছা হলে, কপি করলে ঠকবেন। কারণ, আরও নতুন কিছু যুক্ত হবে এখানে।]
————————————–
১. হ্যাঁ/হাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না, তাই ‘কী’। হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া গেলে কি; তা না হলে কী।
২. হ্যাঁ বা না দিয়ে উত্তরযোগ্য; তাই কি বসানো হয়েছে।
৩. হ্যাঁ/হাঁ বানানে চন্দ্রবিন্দু হয়।
৪. হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না, তাই কী।
৫. হ্যাঁ/না শব্দে উত্তরযোগ্য; তাই কি।
৬. কীভাবে অর্থ কোন উপায়ে, কীসের দ্বারা, কীসের মাধ্যমে কীসের সহায়তায় প্রভৃতি;; এসব প্রকাশে কীভাবে লিখতে হয়।কী ভাবে অর্থ কী মনে করে, কী চিন্তা করে।
৭. প্রশ্নবোধক হলেও নাকি কথাটা আলংকারিক, আসলে এটি প্রশ্ন নয়; সংশয় কিংবা প্রচ্ছন্ন অনুরোধ। বাক্য হতে নাকি তুলে নিলেও অর্থের পরিবর্তন হয় না। তাই নাকি। অন্যথায় না কি হতো।
৮. প্রশ্নটির উত্তর হ্যাঁ/না দিয়ে দেওয়া যায়, তবে এখানে কী দিয়ে বক্তব্যের বিবরণ নির্দেশ করা হয়েছে, তাই কী বসেছে।
৯. হ্যাঁ/না দিয়ে উত্তরযোগ্য নয়।
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

১০. নাকি আলংকারিক। নাকি না দিলেও বাক্যের অর্থ অভিন্ন থেকে যায়। কি না দিয়ে জানতে চাওয়া। অধিকন্তু, এই বাক্য থেকে না কি তুলে নিলে বাক্যটির অর্থ পরিবর্তন হয়ে যাবে। এমন বাক্যে না কি দেওয়া বিধেয়।

১১. কারণ জানতে চাওয়া।
১২.ক্রয় করা অর্থে কেনো হয়। ক্রিয়াবিশেষ্য।
১৩. আবেগ, বিস্ময় প্রভৃতি প্রকাশ করা হলে কী বিধেয়।
১৪. ক্রয় (কেনো) করার (কেন) কারণ জানতে চাওয়া।
১৫. হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না। তাই কী।
১৬.এখানে নাকি আলংকারিক। বাক্য থেকে শব্দটি তুলে দিলেও অর্থের পরিবর্তন হবে না। তাই নাকি হয়েছে।নইলে না কি দিতে হতো।
১৭. কারণ জানতে চাওয়া, তাই কী বসেছে।
১৮.এখানে কিনা, নাকি আলংকারিক, তাই সেঁটে বসেছে।
১৯. কী না আবশ্যক, কারণ এটা ব্যাখ্যার অভিব্যক্তি। কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই- – – ৷ গানের কী প্রশ্ন নয়, কবির বিস্ময়!
২০. ‘কী ভাবে’ মানে কী চিন্তা, কী ধারণা, কী ভাবনা।
২১. এখানে কী দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে এবং কি দিয়ে জানতে চাওয়া হয়েছে, যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়।
২২. বইকি: ঔচিত্য, নিশ্চয়তা, আগ্রহ প্রভৃতি নির্দেশক শব্দ। এ কি সত্য সকলই সত্য, হে আমার চির ভক্ত।
২৩. এ কি সত্য সকলই সত্য, হে আমার চির ভক্ত। বাক্যে ‘এ কি’ বিস্ময়সূচক।
২৪, এ কী? অর্থ এটি কোন বিষয়।
————————————
উৎস: কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

Leave a Comment

You cannot copy content of this page